রিপোর্ট : প্যারিস সেইন্ট জার্মেইনে চুক্তিবৃদ্ধি করতে চান না কিলিয়ান এমবাপ্পে

Kylian Mbappé will not play in Tokyo Olympics - Soccer

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি সুইজারল্যান্ডের বিরুদ্ধে ইউরো ২০২০ তে পেনাল্টি মিস করে সকলের নজরে রয়েছেন সুপারস্টার ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এবং যা সম্ভাবনা, এই ইউরোর হঠাত বিদায় যেন এমবাপ্পের ক্লাব কেরিয়ারে বড় দিক নির্দেশ করতে চলেছে।

ফরাসি পত্রিকা এল’একুইপের রিপোর্ট অনুযায়ী, প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তিবৃদ্ধি করতে চান না কিলিয়ান এমবাপ্পে। জানা গিয়েছে, ক্লাবের বেশ কিছু খেলোয়াড় ও বোর্ড কর্তাদের তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

Liverpool 'enquire about availability of Kylian Mbappe' - Liverpool FC -  This Is Anfield

যদিও ২০২২ অবধি চুক্তি রয়েছে পিএসজির সাথে, আর সেই কারণে নিজের পুরো চুক্তিটিই খেলে যাবে এমবাপ্পে। কিন্তু ফরাসি এই ক্লাব এমবাপ্পেকে আরও কয়েক বছর রাখতে চাইছে। সেই কারণে বারংবার তারকা এই ফরোয়ার্ডের কাছে চুক্তিবৃদ্ধির অফার আনছে, যদিও বারবার তা প্রত্যাখ্যান করেছেন।

২২ বছরের এমবাপ্পের উপর যে ক্লাবের সব থেকে বড় নজর, তা হল রিয়াল মাদ্রিদ। বিগত কয়েক মরশুম ধরে এমবাপ্পেকে পেতে মরিয়া রিয়াল। কিন্তু পিএসজির বিশাল ট্রান্সফার ফি এর কারণে পিছিয়ে আসতে হয়েছে রিয়ালকে। এবার বড় সুযোগ এসেছে এমবাপ্পেকে তুলে নেওয়ার।