ইস্টবেঙ্গলে এখন ৯ টার সকাল। এরপর সারাদিনে কী কী হয়? দেখুন ভিডিও

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগ মনে আছে? ‘রাহুল,নাম তো শুনাই হোগা!’ তবে এই ডায়লগ বলিউডে না, শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল তাঁবুতে। কে এই রাহুল? কী বা যোগাযোগ তাঁর সঙ্গে লাল হলুদ বাহিনীর? এক্সট্রা টাইম বাংলাকে জানালেন তিনি।

ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের সাথে যুক্ত কলকাতার অন্যতম বিখ্যাত স্রাচি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টডি। ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের স্পন্সর হল স্রাচি গ্রুপ। ইস্টবেঙ্গল অন্তপ্রাণ রাহুল। বাড়ির ধারা অনুযায়ী তিনিও ইস্টবেঙ্গল ভক্ত। এমনকি দলের কর্মকর্তা কিংবা দলের প্রাক্তন খেলোয়ারদের সঙ্গেও তার বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক তিনি জানিয়েছেন। বর্তমানে তিনি ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের ম্যানেজিং ডিপার্টমেন্টে যুক্ত। ক্রিকেট দলটিকে সব ভাবে ভালো করার সমস্ত রকম চেষ্টা তিনি করেন বলে জানালেন এক্সট্রা টাইম বাংলায়। শুধুমাত্র ক্রিকেট নয়, সমস্ত রকম খেলাধুলার সাথে হালকা হলেও যোগাযোগ রাখেন।

আরও পড়ুন- কলকাতা লিগের বাতিল ডার্বিতে জয়ী ঘোষিত ইস্টবেঙ্গল, পয়েন্ট কাটল মোহনবাগানের

ইস্টবেঙ্গল ক্রিকেট দলকে তিনি সব ভাবে সহায়তা করতে প্রস্তুত। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই একজন প্রশিক্ষক আনা হয়েছে। এছাড়াও নিউট্রেশনের ওপর ভিত্তি করে খাওয়া-দাওয়া, খেলার সরঞ্জাম কোনও দিক দিয়েই কোনও কার্পণ্য থাকবে না।

সাম্প্রতিক সময় ইস্টবেঙ্গলের ফুটবল দলের পারফরম্যান্স খুব একটা প্রশংসনীয় নয়। তাঁকে সেই নিয়ে প্রশ্ন করাতে তিনি বলেন, মনোবলের অভাব রয়েছে। দলকে আরো উদ্বুদ্ধ করতে হবে। এছাড়াও নতুন খেলোয়াড় আনতে হবে। বাইরে থেকে আরও ভালো স্ট্রাইকার আনতে হবে। তবে ইমামী যেহেতু দলের ফুটবল টিমের স্পন্সর, সেক্ষেত্রে রাহুল বেশি কিছু না বললেও তবে তার পূর্ণ সহায়তা থাকবে এইটুকু পরিষ্কার।

আরও পড়ুন- এবার শ্রীঘরে আইপিএল খেলা ক্রিকেটার!

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের সম্পর্কেও তিনি অনেক আপডেট দিলেন। মহিলা দলকে আরো কিভাবে গড়ে তোলা যায়, সুষ্ঠুভাবে দল তৈরি করবে কিভাবে, তা নিয়ে ক্রমাগত গবেষণা করেছেন রাহুল। এখানেও তাঁর সহায়তার কোনও কমতি থাকবে না তিনি জানিয়েছেন।

মোটকথা, ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও কিন্তু উন্নত হওয়ার দিকে এগোচ্ছে লাল হলুদ বাহিনী। দলের স্পন্সর-ম্যানেজমেন্ট এই বিষয় যেমন চিন্তাশীল, সেই রাস্তাতে সঠিকভাবে এগোলে এক নতুন ইস্টবেঙ্গল দলকে দেখা যাবে বলে আশা করছে ক্রীড়া মহল।