এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগামী ৩রা জানুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। এই টেস্টে ভারতের তারকা ফাস্ট বোলার মহাম্মদ সামির পরিবর্তে দলে আনা হল তরুণ পেসার আভেশ খানকে।
প্রথম টেস্টেই চোটে আক্রান্ত সামির পরিবর্তে দলে কেন আভেশকে আনা হল না? তা নিয়ে ক্রিকেট মহলে চলছে তর্ক-বিতর্ক। শোনা যাচ্ছে যে ভারতীয় ম্যানেজমেন্টশার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণার উপর ভরসা রেখেছিল তবে প্রথম টেস্টে খুব ভালো বল করতে পারেননি শার্দুল-প্রসিদ্ধরা। সে কারণে দ্বিতীয় টেস্টে দলে যোগ দিচ্ছেন আভেশ।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলে এখন ৯ টার সকাল। এরপর সারাদিনে কী কী হয়? দেখুন ভিডিও
তরুণ এই পেসারের কাছে এই সুযোগ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে পরাজিত হয়েছে ভারত। বোলারচদের পারফরম্যান্স খুব ভালো নয়। এরই মাঝে দ্বিতীয় টেস্টে যদি আভেশ যভালো পারফরম্যান্স করেন তবে তা তাঁর ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করে তুলবে।
সামি দ্বিতীয় টেস্টে না থাকার কারণে ভারতীয় বোলিংয়ে বেশ চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। সেখানে আভেশ খান সঠিক নির্বাচন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে।
আরও পড়ুন- এবার শ্রীঘরে আইপিএল খেলা ক্রিকেটার!
দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মো. সিরাজ, মুকেশ কুমার, জসপ্রিত বুমরাহ (সহ অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণ, কেএস ভারত (উইকেট রক্ষক), অভিমন্যু ইশ্বরন, আভেশ খান