এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ টানা ৮ ম্যাচে পরাজয়ের পর অবশেষে পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে ভুটানের পারো এফসির বিরুদ্ধে ২-২ ফলাফলে ড্র করে ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই এগিয়ে গেলেও জয়ের মুখ এদিনও দেখতে ব্যর্থ অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গল।
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচের জয়ের লক্ষ্যে শুরু থেকে হিজাজি-হেক্টর-আনোয়ার-লাকড়াকে নিয়ে রক্ষণভাগ সাজান অস্কার। আক্রমণে দিয়ামান্তাকোসের সাথে জুড়ে দেন মহেশ ও নন্দকে। মাঝমাঠে জুটি বাঁধেন সল-তালাল। এবং পারোর গতিময় ফুটবল আটকাতে সিডিএম পজিশনে খেলেন জিকসন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার রণকৌশল বেছে নেন অস্কার ব্রুজোঁ অন্যদিকে প্রতি আক্রমণের পদ্ধতি বেছে নেয় পারো এফসি।
ম্যাচ শুরুর প্রথম ৫ মিনিটেই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মাদিহ তালাল। সল ক্রেস্পোর পারোর ডিফেন্ডারকে 'নাটমেগ' করে বক্সের ভিতর বাড়ানো পাস থেকে গোল করতে ভোলেননি তালাল।
তবে বেশি সময় লিড ধরে রাখতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। ভুটানের মাঠে উপস্থিত শ দুয়েক লাল-হলুদ সমর্থকদের গর্জনে যখন আত্মবিশ্বাসে ভরপুর ইস্টবেঙ্গল দল, তখনই পেনাল্টি দিয়ে বসেন প্রভাত লাকড়া। পেনাল্টি থেকে গোল করতে ভোলেননি একদা ভারতে খেলে যাওয়া উইলিয়াম ওকোপু।
পেনাল্টি বক্সে ফাউল করা প্রভাত লাকড়াকে চোটের কারণে প্রথমার্ধেই তুলে নিতে বাধ্য হন অস্কার। পরিবর্তে নামেন লালচুননুঙ্গা।
এরপর বেশ কয়েকবার ইস্টবেঙ্গল গোল করার কাছাকাছি পৌঁছে গেলেও বারংবার পারো এফসির রক্ষণভাগে লাল-হলুদ ফুটবলাররা প্রতিহত হন। দিয়ামান্তাকোস, তালালদের একের পর এক সহজ সুযোগ নষ্টের খেসারত প্রথমার্ধেই দিতে হয় ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে প্রতি আক্রমণে গোল করে পারো এফসিকে এগিয়ে দেন ইভান আসান্তে। ২-১ ফলাফলে এগিয়ে যায় ভুটানের পারো এফসি।
দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কম দেখা যায় দুই দলের তরফেই। পারো এফসি দল তাদের গোলের ব্যবধান ধরে রাখার চেষ্টা করে অন্যদিকে ইস্টবেঙ্গল সমতায় ফেরার চেষ্টা করে। তবে দিমিত্রিওস-সল ক্রেস্পোদের গোলের সুযোগ নষ্টের প্রদর্শন দ্বিতীয়ার্ধেও দেখা যায়।
৬৯ মিনিটে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। পারো এফসির বক্সের ডান প্রান্ত থেকে নন্দকুমারের বাড়ানো বল থেকে এবার গোল করতে ভোলেননি দিমিত্রিওস দিয়ামান্তাকোস।
এরপর জয়ের জন্য ঝাঁপায় লাল-হলুদ ব্রিগেড। যদিও জয়সূচক গোলটি খুঁজে পেতে এদিনও ব্যর্থ ইস্টবেঙ্গল ফুটবলাররা। ২-২ ফলাফলে শেষ হয় ম্যাচ।