এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শনিবার ভূটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হোম টিম পারো এফসির বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ কাপের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল এফসি। ঘরোয়া লিগে টানা ছয় ম্যাচ পরাজিত হওয়া ইস্টবেঙ্গলের জন্য বর্তমানে ভূটান প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা পারোকে হারানো সহজ হবে না, তার সাথে রয়েছে থিম্পুর আবহাওয়া ও প্রতিকূল পরিবেশ। এই পরিস্থিতিতে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ সেরা একাদশ নামাতে বদ্ধপরিকর।
ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সুবিধা হল, এই ম্যাচে নিজেদের সকল বিদেশিকে শুরু থেকে খেলাতে পারবে, যার ফলে রক্ষণে দুই বিদেশিকে খেলানোর নিশ্চয়তা রয়েছে। পাশাপাশি ম্যাচ ফিট হয়ে উঠেছেন সাইডব্যাক নিশু কুমার, ফলে তিনিও হয়ত শুরু করতে পারেন। এদিকে আনোয়ার আলিকে ভিন্ন পজিশনে খেলিয়ে চমক দিতে পারেন অস্কার। চলুন দেখে নিই, পারো এফসির বিরুদ্ধে কী একাদশ নামাতে চলেছে ইস্টবেঙ্গল।
গোলে শুরু করতে চলেছেন প্রভসুখন গিল। এদিকে সেন্টার ব্যাক থেকে রাইট ব্যাকে শুরু করতে পারেন আনোয়ার আলি। লেফট ব্যাকে প্রভাত লাকরার পরিবর্তে নিশু কুমারের শুরু করার সম্ভাবনা জোরালো। আর সেন্টার ব্যাকে হিজাজি মাহের ও হেক্টর ইয়ুস্তে শুরু করতে চলেছেন।
মাঝমাঠে সল ক্রেস্পোর সাথে জুটি বাধতে চলেছেন জিকসন সিং। এদিকে দুই উইংয়ে নন্ধকুমার এবং মাদিহ তালাল শুরু করতে পারেন। আর অ্যাটাকিং মিডফিল্ডে ক্লেইটন সিলভাকে খেলাতে পারেন অস্কার। নাওরেম মহেশ সিং পুরো ফিট না হলেও পরিবর্ত হিসেবে নামতে পারেন। আর আক্রমণে একা দিমিত্রিয়স দিয়ামান্টাকোস।
পারো এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য একাদশ - প্রভসুখন গিল (গোলকিপার), নিশু কুমার, হিজাজি মাহের, হেক্টর ইয়ুস্তে, আনোয়ার আলি, জিকসন সিং, সল ক্রেস্পো, মাদিহ তালাল, নন্ধকুমার, ক্লেইটন সিলভা ও দিমিত্রিয়স দিয়ামান্টাকোস।