এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১০০,২০০ টাকা নয় ২৩ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে প্রাক্তন ভারতীয় এবং কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার রবীন উথাপ্পার বিরুদ্ধে। নিজের কোম্পানির কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও প্রভিডেন্ট ফান্ড জমা দেয়নি তাঁর কোম্পানি এমনই অভিযোগ৷ যদিও এই টাকা জমা দেওয়ার জন্য ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত।
সেঞ্চাউরুস লাইফস্টাইল ব্র্যান্ডস নামক একটি পোশাক তৈরির কোম্পানির ডিরেক্টর রবীন। কিন্তু তাঁর কোকোম্পানি প্রভিডেন্ট ফান্ড দিচ্ছেনা তাঁর কর্মচারীদের।
এবং বকেয়া টাকার পরিমাণ ২৩ লাখ ৩৬ হাজার ৬০২। অর্থাৎ বিপুল পরিমাণ আর্থিক নয়-ছয়ের অভিযোগ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে।
২৭ ডিসেম্বরের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে না পারলে গ্রেফতারের নির্দেশ রয়েছে রবীন উথাপ্পার বিরুদ্ধে। যদিও গ্রেফতারের নোটিশ তাঁর যে বাড়িতে গিয়েছে সেই বাড়িতে এখন থাকেন না রবীন উথাপ্পা। বর্তমানে তিনি দেশের বাইরেই থাকেন। তবে জনপ্রিয় এই ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগে অবাক ক্রিকেট মহল।