এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৫ এর মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স তাদের খেতাব জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ধরে রাখেনি, যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এই নিয়ে খোদ শ্রেয়াসও জানিয়েছেন, রিটেনশনের বিষয়ে কেকেআর ম্যানেজমেন্ট কোনও কথাই বলেনি। এবার শ্রেয়াসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনলেন প্রাক্তন নাইট তারকা।
প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যোগাযোগ না করার যে অভিযোগ করেছেন শ্রেয়াস আইয়ার, তা সম্পূর্ণ মিথ্যে। বরং নাইটদের তরফ থেকে বারবার কথা বলা হয়েছে শ্রেয়াসের সাথে, সেটাও তুলে ধরেছেন প্রাক্তন ওপেনার।
এই নিয়ে আকাশ চোপড়া ক্ষোভের সুরে বলেছেন, "অন্য দলে গিয়ে এখন শ্রেয়াসের কেকেআরের কথা মনে পড়েছে। ওনাকে কেউ কেকেআরের অতীতটা দেখান। আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে ওরা কত দিন ধরে রেখেছে। ধরে রাখতে পারেনি বলে নিলামে বড় দাম দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কিনল। কেকেআর এমন একটা দল যারা সম্পর্কের উপর বিনিয়োগ করে।"
এরপর আকাশ চোপড়া বলেছেন, "শ্রেয়াস তো ওদের অধিনায়ক ছিলেন, সবার আগে ওনাকে ধরে রাখার কথা ছিল। শ্রেয়াসের অভিযোগ ঠিক নয়। আমি জানি যে শ্রেয়াসের সাথে কেকেআরের অনেক বার কথা হয়েছে। কিন্তু কোনও রফা না হওয়ায় দলে থাকেননি শ্রেয়াস।"