এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মহামেডান স্পোর্টিং ক্লাবে এই মুহুর্তে টালমাটাল অবস্থা। দুই ইনভেস্টর শ্রাচী ও বাংকারহিল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, শেয়ার না পেলে আর লগ্নি করবে না। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের বেতনও আটকে রয়েছে। এমন অবস্থায় এবার বিদ্রোহে নামলেন ফুটবলাররা।
ছুটি কাটিয়ে গত দুই দিন দলের সাথে অনুশীলন করেননি অধিকাংশ ফুটবলার, মাত্র ৫ ফুটবলার অনুশীলন করেছেন। তবে বুধবার সকল ফুটবলার অনুশীলনে এলেও মাঠে নামলেন না কেউই।
বুধবার যুবভারতীর অনুশীলন মাঠে সকল ফুটবলাররা আসেন, কিন্তু ড্রেসিংরুমেই তারা থেকে যান। মাঝে মাঝে জোসেফ আদজেই, কার্লস ফ্রাঙ্কা, ফ্লোরেন্ট ওগিয়েররা মাঠে নামলেও শুধু গল্প করেন সাপোর্ট স্টাফদের সাথে। অন্য প্রান্তে মাঠে ফুটবলারদের অপেক্ষায় ছিলেন আন্দ্রে চেরনিশভ, মেহরাজউদ্দিনরা। কিন্তু ফুটবলাররা কেউ নামলেন না মাঠে।
এভাবে ১ ঘন্টা কাটানোর পর ফুটবলাররা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রত্যেকের মুখেই ছিল হতাশার ছাপ। বেতন না পাওয়ার হতাশা তো ছিলই, কিন্তু এই সমস্যা সমাধানে দুই ইনভেস্টরের কোনো কর্তা বা ক্লাবের কোনো কর্তা ফুটবলারদের সাথে কথা বলছেন না, এতে যেন আরও বিরক্ত ফুটবলাররা। অন্যদিকে মনবীর সিং, সাচি সিব্বু, রবি হাঁসদার মত নতুন ফুটবলাররা সতীর্থদের পাশে দাঁড়িয়ে থাকতে অনুশীলন বয়কট করছেন বলে জানা গিয়েছে।
ফুটবলারদের স্পষ্ট বার্তা, যদি বেতন না দেওয়া হয়, তাহলে অনুশীলন বয়কট করবে তারা। কেবল ম্যাচের আগের দিন তারা অনুশীলন করবে এবং ম্যাচ খেলবে। আগামী ২৬ জানুয়ারি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, ফলে হয়ত ২৫ জানুয়ারি অনুশীলন করতে পারেন ফুটবলাররা।