এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সবাই অপেক্ষায় ছিলেন একজনের, তাঁর প্রত্যাবর্তন চাক্ষুষ করতে ইডেন গার্ডেনের গ্যালারি হয়ে ওঠে নীল সমুদ্র। কিন্তু ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টসের পর দল ঘোষণা করতেই নিস্তব্ধতা ৫৫,০০০ দর্শকের! জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন নিজের ঘরের মাঠে হলনা মহম্মদ শামির। তবে শামিহীন ভারতীয় বোলিংয়েও কেঁপে গেল ইংল্যান্ড।
অধিনায়ক জস বাটলার বাদে কেউ দাঁড়াতেই পারলেন না আর্শদীপ, বরুণ, অক্ষর প্যাটেলদের সামনে।
ম্যাচের দ্বিতীয় বলেই ফিল সল্টকে সাজঘরে পাঠালেন। চেনা মাঠে খালি হাতেই ফিরলেন সল্ট। এরপর একে একে আউট হলেন বেন ডাকেত, হ্যারি ব্রুক, লিভিংস্টোন, বেথেলরা। শুরুতে দুটি উইকেট নেন আর্শদীপ। এরপর শুরু হয় বরুণ-অক্ষরের ঘূর্ণিঝড়।
৩ উইকেট নেন বরুণ, ২ টি সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। জস বাটলার ৪৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও তাকেও আউট করেন বরুণ চক্রবর্তী। হার্দিক পান্ডেয়ার ঝুলিতেও ২ টি উইকেট।
ভারতকে ১৩৩ রান টার্গেট দিল ইংল্যান্ড দল।