এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বুধবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের সূচনা করবে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই নবজাগরণের ভারতীয় দলের লক্ষ্য ২০২৬ টি২০ বিশ্বকাপ। সেখানে এই ইংল্যান্ড সিরিজ থেকেই তার শুভ সূচনা। তার আগে সাংবাদিক বৈঠকে এসে অধিনায়ক সূর্য উত্তর দিলেন একাধিক প্রশ্নের।
দেখুন ইডেনে খেলা বরাবরই স্পেশাল। আমার ফ্র্যাঞ্চাইজি লিগের শুরুও এখানে শুরু। ইডেনে ইতিহাস রয়েছে। গম্ভীর ভাইয়ের সঙ্গে তো আগেই খেলেছু। শ্রীলঙ্কা সিরিজ থেকে একসঙ্গে শুরু হয়েছে আমাদের কাজ। উনি সব ব্যাপার খুবই সহজ রাখেন, খেলোয়াড়দের স্বাধীনতা দেন।
দলে সবসময়ই একজন অভিজ্ঞ বোলার থাকা সুবিধাজনক। শামির ফিরে আসাটা খুবই ভালো খবর৷ তার ফিরে আসাটা উদাহরণ হিসাবে থাকবে। আমরা দুই দিন অনুশীলন করেছি, মঙ্গলবার সন্ধ্যেয় শেষ অনুশীলন করব। শিশির থাকবে। দেখা যাক।
আমি মনে করি দলের বোলার কেমন সেই অনুযায়ী আমরা পরিকল্পনা শুরু করি৷ অনুশীলনেও সেভাবেই প্রস্তুতি নিই। আমরা চেষ্টা করি সেগুলি নিয়ন্ত্রণ করার। আমরা প্রস্তুত থাকি সবরকম পরিস্থিতির জন্য।
হার্দিকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। ২০১৮ থেকে মুম্বই ইন্ডিয়ান্সে একসঙ্গে খেলার স্মৃতি রয়েছে। আমাদের সম্পর্ক খুবই ভালো। আমাদের দায়িত্ব অনেক বেশি। আবার একই সঙ্গে হার্দিক আমদের নেতৃত্ব গ্রুপের সদস্য। মাঠেও তিনি সিদ্ধান্ত নেওয়ার সময় সাহায্য করে।
বর্তমানে উইকেট কিপার নিয়ে প্রশ্নই আসে না। সঞ্জু অসাধরণ খেলছেন। শুধু সঞ্জু নয় সব ব্যাটারের ক্ষেত্রেই এই বিষয় সমান। সঞ্জুর জন্য খুশি আমি।
পিচ দেখে ভালোই লাগছে। আমরা অনুশীলন করেছি। আজ আরও ভালো ভাবে দেখব। ইডেনে সব সময়েই ভালো লাগে খেলতে।
আমি রিঙ্কুকে শুধু ছক্কা মারতে দেখছি এই কয়েক দিন। সব বোলার কেঁপে গিয়েছে। এটা ওর ঘরের মাঠ। ওর ফ্র্যাঞ্চাইজি খেলে এখানে। দর্শক ওকে দেখলেই সমর্থন করে।
একইরকম থাকবে। এই ব্যাটিং অর্ডারে আমরা সবাই ফ্লেক্সিবেল থাকব। ওপেনার দুইজন ছাড়া ৮ নম্বর অবধি প্রস্তুত থাকবে। সেভাবেই আমরা অনুশীলন করেছই। কার বিরুদ্ধে খেলব সেই দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
আমি কি সব গোপন তথ্য বলে দেব? আমার জন্য এই সিরিজ উপভোগ করা গুরুত্বপূর্ণ। কে ভালো খেলতে পারে, কোন বোলার একা জেতাতে পারেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। একটা দল হয়ে আমাদের খেলতে হবে এবং সকলের মধ্যে বোঝাপড়াকে আমি গুরুত্ব দিই। বিশ্বকাপ বা এশিয়া কাপের আগে আমরা প্রস্তুত হয়ে যাব। এই বড় বড় প্রতিযোগিতার আগে এই ছোট ছোট বিষয়ে আমাদের নজর দিতে হবে।
ইংল্যান্ড সবসমই ভালো দল নিয়ে আসে। টি-টোয়েন্টি তে ওরা খুবই ভালো। তাদের ব্যাটিং অর্ডারও আমাদের মতোই অনেকটা। আমরা টিম মিটিংয়ে বসে কথাও বলেছি এই বিষয়ে।