Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান এবং দুবাইয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত 'পাকিস্তান' (আয়োজক দেশের নাম) তাদের জার্সিতে ছাপানোর বিষয়ে আপত্তি জানিয়েছে বলে খবর। ভারত তাদের সব চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ দুবাইতে খেলবে, যদিও পাকিস্তান প্রতিযোগিতার আনুষ্ঠানিক আয়োজক। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার জানানোর পর পিসিবি এবং আইসিসি সম্মিলিতভাবে হাইব্রিড মডেল গ্রহণ করে। তবে, জার্সিতে আয়োজক দেশের নাম ছাপানোর বিষয়টি নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
পিসিবির এক কর্মকর্তা সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেছেন, বিসিসিআই 'ক্রিকেটে রাজনীতি' নিয়ে আসছে এবং আয়োজক দেশের নাম জার্সিতে রাখতে অস্বীকৃতি জানাচ্ছে। এর আগে, ভারত অধিনায়ক রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেনস মিটে পাঠানোর ক্ষেত্রেও বিসিসিআই আপত্তি জানিয়েছিল।
"বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে আসছে, যা খেলার জন্য মোটেই ভাল নয়। তারা পাকিস্তানে সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তারা তাদের অধিনায়ককে (রোহিত শর্মা) উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাতে চায় না। এখন আবার খবর আসছে যে তারা আয়োজক দেশের (পাকিস্তান) নাম তাদের জার্সিতে রাখতে চাচ্ছে না। আমরা আশা করি যে আইসিসি এটি হতে দেবে না এবং পাকিস্তানের পক্ষে থাকবে," নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবি কর্মকর্তা বলেন।
বিসিসিআই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল পাঠাতে রাজি নয় জানিয়ে তাদের অবস্থানে অনড় রয়েছে। পিসিবি ভারতকে রাজি করানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের শর্ত মেনে নিতে হয়েছে। তবে, এই চুক্তির ফলে ভবিষ্যতে পিসিবিও ভারতীয় মাটিতে আইসিসি প্রতিযোগিতার জন্য তাদের দল পাঠাতে বাধ্য থাকবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র এক মাস বাকি, তবে বিতর্ক যেন প্রতিযোগিতার ছায়াসঙ্গী হয়ে রইল।