এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত হল ভারতীয়। শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। তাঁর সঙ্গে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত শর্মা যে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল।তবে বেশি চর্চা ছিল চোট পাওয়া জসপ্রীত বুমরাহকে নিয়ে। কারণ অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন বুমরাহ। তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় ছিল। কিন্তু সেই সংশয়ের অবসান হল।সহ অধিনায়ক হলেন গিল, দলে সুযোগ পেলেন বুমরাহ। একদিনের দলে ফিরলেন শামিও। তবে দলে নেই সিরাজ। চর্চা ছিল দলের উইকেটরক্ষকদের নিয়েও। সঞ্জু স্যামসন সুযোগ পাবেন কিনা তা নিয়েও জল্পনা ছিল। তিনি দলে সুযোগ পেলেন না।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর।