এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২ পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। একাধিক গোল মিস করলেন সবুজ-মেরুন ব্রিগ্রেডের ফুটবলাররা। অন্যদিকে মাঝমাঠ থেকে উঠে এসে গোল করে গেলেন জামশেদপুরের স্টিফেন এজে। ম্যাচ শেষ হল ১-১ গোলে। তবে ড্রয়ের পরও ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রইল মোহনবাগান।
জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মোহনবাগানের কাছে। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না ডার্বির নায়ক ম্যাকলারেন। তার কিছুক্ষণ পরেই লিস্টনের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে গোল করলেন শুভাশিস। তারপর থেকে সহজ গোলের সুযোগ নষ্ট করেন কোলাসো, ম্যাকলারেনরা। নাহলে প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়ে আরও নেওয়া উচিত ছিল মোহনবাগানের।
দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে তিনটি বদল করেন জামশেদপুরের কোচ খালিদ জামিল। ৬০ মিনিটে ডিফেন্স থেকে উঠে এসে গোল করে গেলেন এজে। লিস্টনের জোরাল শট সেভ করলেন জামশেদপুরের গোলকিপার আলবিনো গোমস। আলবার্তোর শটও লক্ষ্যভ্রষ্ট হল। ততক্ষণে ম্যাচে দাপট দেখাচ্ছে খালিদ জামিলের ছেলেরা। শেষ পর্যন্ত ১-১ গোলে থামল ম্যাচ।