এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ "উনো.. দোস.. ত্রেস.. হালা মাদ্রিদ!" -সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের ৮৫ হাজার সমর্থকদের সামনে কিলিয়ান এমবাপ্পের এই একটি স্লোগান আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ১৫ বছর আগে। ২০০৯ সালে ঠিক এই স্টেডিয়ামেই ৮৫ হাজার সমর্থকের সামনে ঠিক ৯ নম্বর জার্সি পরে রিয়াল মাদ্রিদের জয়ধ্বনিতে এই স্লোগান দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে বরণের অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দিচ্ছিল তাঁরই আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
মঙ্গলবার সরকারি ভাবে রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসাবে যুক্ত হলেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে ৫ বছরের চুক্তিতে যোগ দিলেন কিলিয়ান। এদিন প্রথমে তিনি রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিন পেরেজের সাথে সাক্ষাৎ করে চুক্তিপত্রে সই করেন। এরপর ঘুরে দেখেন রিয়াল মাদ্রিদের মিউজিয়াম। ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এমবাপ্পে কে দেখান পেরেজ। সেখান থেকে রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সি পরে সোজা চলে আসেন বার্নাব্যুয়ের মাঠে। যেখানে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।
মাঠে ঢুকতেই স্ট্যান্ডিং ওভেশন পান এমবাপ্পে। নিজের বক্তব্য বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এমবাপ্পে বলেন, " আমি আমার মায়ের চোখে জল দেখতে পাচ্ছি। এই দিনটা আমার জন্য অবিস্মরণীয়। ফ্লোরেন্টিন পেরেজকে আমি ধন্যবাদ জানাতে চাই। রিয়াল মাদ্রিদ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব। আমি জিততে চাই। আমি এই ক্লাবের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই। হালা মাদ্রিদ। আমি সুখী, আমি সত্যিই সুখী। এখানে আসতে পেরে অবাস্তব মনে হচ্ছে। আমি বহু বছর রিয়াল মাদ্রিদের স্বপ্ন দেখেছি। আর আজ সেই স্বপ্ন এখন সত্যি।"
স্প্যানিশ ভাষায় উনো দোস ত্রেস এর অর্থ এক,দুই, তিন। রোনাল্ডোর মতো শুধু একই স্লোগান দেওয়াই নয় এদিন এমবাপ্পে যে যে কাজ গুলি করলেন তা দেখে বলাই যায় এমবাপ্পের হাত ধরে সান্তিয়াগো বার্নাব্যুতে রোনাল্ডোর পুনর্জন্ম হয়ে গেল। একই ভাবে জার্সির লোগোতে চুম্বন, হাত তুলে করমর্দন, গ্যালারিতে তাঁর জয়ধ্বনি সব কিছু একরকম। এমনকি জার্সিটাও।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই তাঁর আদর্শ। একথা এমবাপ্পে বারংবার বলেছেন। এবার তিনি তাঁর আদর্শের ক্লাবে সই করে একই নম্বরের জার্সি পড়ে খেলবেন। কিন্তু রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর অসামান্য কৃতিত্ব কি পুনরায় করে দেখাতে পারবেন এমবাপ্পে? সেই উত্তরের অপেক্ষাতেই দিন গোনা শুরু হল রিয়াল মাদ্রিদ ভক্তদের।