এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম দুই সফল ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। একদিকে বিরাট নিজেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অন্যদিকে ধোনির অধিনায়কত্বে ভারত জেতে দুটি বিশ্বকাপ। তবে ভারতের এই দুই মহাতারকা ক্রিকেটারের ভারতীয় ক্রিকেটে অসামান্য কৃতিত্ব থাকলেও তাঁদেরই প্রাক্তন এক সতীর্থ তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানান। সেই ক্রিকেটার হলেন অমিত মিশ্র। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অমিত মিশ্র জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয় একাধিক অভিযোগ জানিয়েছেন।
অমিত মিশ্র বলেছেন, "দল নির্বাচনের ক্ষেত্রে একাধিক বিষয় জড়িয়ে রয়েছে। শুধুমাত্র ভালো ক্রিকেট খেললেই হবেনা। দলের অধিনায়ক সর্বদা দলের প্রথম একাদশ ঠিক করেন। এমএস ধোনির সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমি তাঁকে দুবার জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে কেন দলে সুযোগ দেওয়া হচ্ছেনা। তিনি জানিয়েছিলেন যে আমি দলের কম্বিনেশনের জন্য উপযুক্ত নই।"
এর সাথে অমিত মিশ্র যোগ করেন, "আমাকে বলা হয়েছিল যে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছে, যা আমি কোনোদিনই চাইনি। আমি ১০টি টেস্ট ম্যাচও খেলিনি সেই সময়, আমি কেন বিশ্রাম চাইবো? সত্যি বলতে আমি ধোনিকে প্রশ্ন করার জায়গায় ছিলাম না। হ্যাঁ, আমি কোচকে জিজ্ঞাসা করেছিলাম তিনি জানিয়েছিলেন যে আমাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।"
এছাড়াও অমিত বলেছেন, " আমার কেরিয়ারে সবচেয়ে খারাপ লেগেছিল যখন ৫ বছর আগে আমি চোট পাই। এই ঘটনাটি ঘটেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমার ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ পাওয়ার আগে। সেই সময় নিয়ম ছিল যে ম্যাচের সময় চোট পেলে আপনাকে সরাসরি দলে ফিরিয়ে আনা হত। ঋদ্ধিমান সাহা, অনিল কুম্বলে এবং হার্দিক পান্ডেয়া সেই সুযোগ পেয়েছিলেন কিন্তু আমি পাইনি।"
কোহলির বিষয় অমিত মিশ্র বলেছেন, "আইপিএল চলাকালীন আমার শেষ ম্যাচ ছিল আরসিবির বিরুদ্ধে। আমি বিরাটকে জিজ্ঞাসা করেছিলাম আমার কেরিয়ারের বিষয়। তিনি বলেছিলেন'মিশি ভাই, আমি জেনে আপনাকে জানাবো।' ২০১৬ সালে বিরাট কোহলি আমাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যাবর্তনে সাহাযয় করেছিলেন। আমি ভালো খেলছিলাম এবং ভারতের সেই সময় একজন লেগ স্পিনারের প্রয়োজন ছিল। আমি যখন ফিরে আসি বিরাট আমাকে বলেছিলেন, 'আজ থেকে তুমি আমার সাথে ফিটনেস অনুশীলন করবে।' আমি তাঁকে বলেছিলাম যে ওয়েটলিফটিং বাদে আমি সব সকম অনুশীলন করব। এরপর আমি চোট পেলে আমি তাঁকে আবারও জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সঠিক উত্তর পাইনি। আমি তাঁকে মেসেজও করেছিলাম। তিনি আমার মেসেজ পড়েন এবং বলেন, 'আমি জেনে জানাবো।' কিন্তু সেটা কখনও হয়নি।"