এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ইতিমধ্যই সাতটি দেশ দল ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দল ১৮ জানুয়ারি (শনিবার) ঘোষণা করবে বিসিসিআই। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।
রোহিত শর্মা ও বিরাট কোহলি অফ ফর্মে থাকলেও দলে তাদের থাকা নিয়ে বিন্দু মাত্র কোনও সংশয় নেই। নতুন মুখ হিসেবে ওডিআইতে সুযোগ পেতে পারেন যশস্বী জয়সওয়াল ও নীতিশ রেড্ডি। দীর্ঘ দিন পর ওডিআই দলে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়ারা।
উইকেটরক্ষক-ব্যাটার স্লটে ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল এবং ঈশান কিসানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এদিকে মহম্মদ শামি, সম্প্রতি টি-টোয়েন্টি দলে ফিরে এসেছেন, ওয়ানডেতে প্রায় নিশ্চিত। উদীয়মান প্রতিভা যশস্বী জয়সওয়াল সম্ভবত তাঁর প্রথম ওয়ানডে দলে ডাক পেতে পারেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সম্ভাব্য ভারতীয় দল : রোহিত শর্মা (C), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ (WK), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মহাম্মদ সিরাজ, মহাম্মদ শামি , আরশদীপ সিং।