এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার অনুর্ধ্ব-১৭ এলিট লিগে বাংলার দুই প্রধানের ছবি একেবারে আলাদা। ডার্বির পর মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের মাঠে মুখোমুখি হয়েছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির। অন্যদিকে ইস্টবেঙ্গল এফসি নিজেদের মাঠে মুখোমুখি হয়েছিল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে।
ইস্টবেঙ্গল মাঠে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে ১-৫ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। বিএফএর হয়ে হ্যাটট্রিক করেন তানভীর দে। বাকি দুটি গোল আত্মঘাতী গোল হয়। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন শেখর সর্দার।
এই হারের ফলে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে নেমে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে জিতে দ্বিতীয় স্থানে উঠল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি।
অন্যদিকে মোহনবাগান মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ৩-২ গোলে জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। জোড়া গোল করেন ববি সিং, আর একটি গোল করেন থাংগাইসাং হাওকিপ। বিএমএসএর হয়ে গোল করেন শেখ ফিরদৌসউদ্দিন আহমেদ ও তপন বেসরা।
এই জয়ের ফলে গ্রুপশীর্ষেই থেকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও অবধি নিজেদের প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড।