এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ সম্প্রতি একটি এক্স পেজকে ব্যঙ্গ করেছেন, যারা তার ফিটনেস নিয়ে ভুয়া খবর ছড়িয়েছিল। ওই প্ল্যাটফর্ম দাবি করেছিল যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্টে চোট পাওয়ার পর বুমরাহকে সম্পূর্ণ বিশ্রামের (বেড রেস্ট) পরামর্শ দেওয়া হয়েছে।
তবে বুমরাহ, যিনি ম্যাচের দ্বিতীয় দিন থেকেই বল করা থেকে বিরত ছিলেন, এক্স-এ একটি মজার পোস্ট দিয়ে এই প্রতিবেদনের জবাব দিয়েছেন। তিনি রিপোর্টটিকে ভুয়ো আখ্যা দিয়ে উক্ত সোর্সকে “অবিশ্বাস্য” বলে উল্লেখ করেছেন।
“ভুয়ো খবর ছড়ানো সহজ, কিন্তু এটি আমাকে হাসিয়েছে। সূত্র অবিশ্বাস্য,” বুমরাহ তাঁর এক্স পোস্টে লেখেন, ভুল তথ্য ছড়ানোর জন্য।
এই চোট নিয়ে জল্পনা শুরু হয়েছে যে, বুমরাহ আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ অংশগ্রহণ করতে পারবেন কি না। এই মেগা ইভেন্ট শুরু হতে চলেছে আগামী ১৯ ফেব্রুয়ারি।
বিভিন্ন মিডিয়া রিপোর্টে পরস্পরবিরোধী দাবি উঠে এসেছে। কেউ বলছে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবেন, আবার কেউ বলছে তিনি পুরোপুরি বাইরে থাকতে পারেন।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বিসিসিআই বুমরাহকে বেঙ্গালুরুর এনসিএতে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বুমরাহকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হতে পারে, তবে তার চূড়ান্ত অংশগ্রহণ নির্ভর করবে এনসিএ-তে রিকভারি প্রক্রিয়ার উপর।