এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: পাতিপুকুর ঐক্যতান যুব গোষ্ঠী আয়োজন করছে কালিন্দি রাম স্ল্যাম লিগ। এবার (কেআরএসএল) এর তৃতীয় সিজন।আইপিএল-এর ফরম্যাটে তৈরি এই মেগা ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে কালিন্দি প্লট গ্রাউন্ডে। ১৬ই জানুয়ারি ধুন্ধুমার শুরু শেষ ১৯শে জানুয়ারি ২০২৫।
টুর্নামেন্টের সূচনা হবে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী শ্রী সুজিত বসু কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ কেআরএসএল প্লেয়ার নিলাম। মোট ২০০ জন খেলোয়াড় নিলামে অংশগ্রহণ করেছেন।এর মধ্যে ১৩০ জন খেলোয়াড় ৮টি দলে নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে।
আইপিএলের প্রভাবে তৈরি হয়েছে এই ফর্ম্যাট। আইপিএলের ছোঁয়া রয়েছে এখানে। ৮টি দলের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করবেন দর্শকরা। আইপিএল বঙ্গ জীবনের রন্ধ্রে অবস্থান করছে। এই দুর্দান্ত টুর্নামেন্টে আপনি পকেট আইপিএল ও বলতে পারেন।