এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বর্ডার গাভাসকর সিরিজে ব্যর্থতার পর ভারতীয় খেলোয়াড়দের নানা বিষয়ে কড়া ব্যবস্থান নিচ্ছে বিসিসিআই। বিদেশ সফরে স্ত্রীদের নিয়ে যাওয়া নিয়ে নতুন নিয়ম আনছে বোর্ড। অন্যদিকে গম্ভীরদের ডানা ছাঁটা হচ্ছে।
বিসিসিআই জানিয়েছে, এবার থেকে বিদেশ সফরে খেলোয়াড়দের পরিবার সর্বোচ্চ দু’সপ্তাহ তাঁদের সঙ্গে থাকতে পারবেন। ৪৫ দিনের সফরের ক্ষেত্রে এই দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছে। শুধু তাই নয়। এর আগে বিরাট কোহলি, রোহিত শর্মারা সাধারণত হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত টিম বাসে যেতেন না। আলাদা গাড়িতে সস্ত্রীক যাওয়াই পছন্দ করতেন। এবার সেই অভ্যাসও বদলে ফেলতে চাইছে বিসিসিআই। নির্বাচকেরা সাফ জানিয়েছেন, তারকা খেলোয়াড়দেরও দলের বাকিদের সঙ্গে স্টেডিয়াম বা ট্রেনিংয়ে আসতে হবে।
শুধু খেলোয়াড়েরাই নন। কোচ গৌতম গম্ভীরের কাজকর্মেও রাশ টানা হচ্ছে। খবর অনুযায়ী, এবার থেকে গম্ভীরের ম্যানেজার, স্টেডিয়ামের ভিআইপি বক্স বা টিম হোটেল কোথাও থাকতে পারবেন না।
পাশাপাশি বিমানযাত্রার ক্ষেত্রে মাল পরিবহনের ইস্যুতেও নজর পেতেছেন নির্বাচকেরা। এতদিন খেলোয়াড়েরা নিজেদের ইচ্ছেমতো জিনিসপত্র নিয়ে বিদেশ সফরে যেতেন। এবার সেখানেও কাটছাঁটের নির্দেশ এসেছে ওপরমহল থেকে। নির্বাচকেরা সাফ বলেছেন, ১৫০ কেজি পর্যন্ত ঠিক আছে। কিন্তু তার বেশি ওজনের মাল বাবদ খরচের পুরোটা খেলোয়াড়দের নিজেদের দিতে হবে।
নিয়মের লিস্টে রয়েছে সহকারী কর্মীদের পরিবর্তিত চুক্তির সময়সীমা। আগে তাঁদের দলে থাকার নির্দিষ্ট কোনও সময় ছিল না। এবার থেকে সর্বোচ্চ তিন বছরের জন্য তাঁর চুক্তিবদ্ধ হবেন। বিসিসিআই মনে করছে, অধিনায়কের সাপোর্টিং স্টাফ লাগামহীনভাবে কাজ করার স্বাধীনতা পেয়ে এসেছে। যা টিমের পারফরম্যান্স তলানিতে নিয়ে যাওয়ার অন্যতম কার
ণও বটে।