এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে বরাবরই বিশেষ। স্টেডিয়ামে রেকর্ড দর্শক উপস্থিতির সাক্ষী হয়েছে বিশ্ব, আর এবার সেই আবেগকে পর্দায় তুলে আনছে নেটফ্লিক্স।
নেটফ্লিক্সে ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘দ্য গ্রেটেস্ট রাইভালরি – ভারত বনাম পাকিস্তান’। এই ডকুমেন্টারি প্রতিবেশী দুই দেশের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও আবেগময় ক্রিকেটীয় সম্পর্কের গল্প তুলে ধরবে।
নেটফ্লিক্স তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ডকুমেন্টারির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছে, “দুটি দেশ। এক ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। ১.৬ বিলিয়ন প্রার্থনা। এমন এক রোমাঞ্চকর ঐতিহ্যের সাক্ষী হতে আসুন ‘দ্য গ্রেটেস্ট রাইভালরি: ভারত বনাম পাকিস্তান’-এ। ৭ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র নেটফ্লিক্সে।”
ভারত বনাম পাকিস্তান শুধু একটি খেলা নয়, বরং এটি দুই দেশের দর্শকদের কাছে একটি আবেগ। এই ডকুমেন্টারি তাই হতে চলেছে অত্যন্ত রোমাঞ্চকর এবং বিশেষ।
চন্দ্রদেব ভগত ও স্টুয়ার্ট সাগ পরিচালিত এই ডকুমেন্টারি তুলে ধরেছে "নাটকীয়তা, আবেগ এবং উচ্চমাত্রার তীব্রতা।" ইন্ডিয়া বনাম পাকিস্তানের ম্যাচ কেন অন্যদের চেয়ে আলাদা, তার ব্যাখ্যা এবং প্রথম ভারত-পাকিস্তান ওডিআই ম্যাচের অজানা গল্পগুলো তুলে ধরা হয়েছে।
ডকুমেন্টারিতে দুই দেশের কিংবদন্তি ক্রিকেটারদের স্মৃতি ও অভিজ্ঞতা উঠে এসেছে। অংশ নিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাসকার, ওয়াকার ইউনিস, জাভেদ মিয়াঁদাদ, রবিচন্দ্রন অশ্বিন, ইনজামাম-উল-হক, এবং শোয়েব আখতার।
"নাটকীয় ম্যাচ শেষ মুহূর্তে, অবিস্মরণীয় ছক্কা এবং এমন উত্তেজনা যা আপনাকে আসনে আটকে রাখে," বলে ডকুমেন্টারির নির্মাতারা জানিয়েছেন।
"এই ডকুমেন্টারি শুধুমাত্র এক রোমাঞ্চকর খেলার গল্প নয়, বরং এটি ইতিহাসের এক উত্তেজনাপূর্ণ অধ্যায়। ব্যক্তিগত গল্প, সাংস্কৃতিক প্রভাব এবং আবেগের সাক্ষী হয়ে এটি দর্শকদের জন্য সমসাময়িক এবং চিরন্তন," বলা হয়েছে প্রেস রিলিজে।
গ্রে ম্যাটার এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই ডকুমেন্টারি বিশ্বজুড়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে, কারণ এটি এই প্রতিদ্বন্দ্বিতার সাংস্কৃতিক ও আবেগগত গুরুত্বকে তুলে ধরে।