Photo- X
এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: ফিরলেন শামি। বুমরাহ নেই, তাই ভরসা তিনিই। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ছিল ভারতের জার্সিতে মহম্মদ শামির শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর চোট কাটিয়ে তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে জায়গা পাননি। হাঁটুর সমস্যা বাড়ায় তাঁকে বেঙ্গালুরুর এনসিএ-তে পাঠানো হয়েছিল রিহ্যাবের জন্য। একসময় শোনা গিয়েছিল, বর্ডার-গাভাসকর ট্রফির শেষদিকে শামিকে দলে নেওয়া হতে পারে। তবে এনসিএ থেকে ফিটনেস সার্টিফিকেট না পাওয়ায় সেটি সম্ভব হয়নি।
অবশেষে শনিবার এনসিএ শামিকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছে। এরপরই তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য যে, টি-২০ ফরম্যাটে শামি অনেকদিন ধরেই বাইরে ছিলেন। তবে নির্বাচকরা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য তাঁকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে চাইছেন।
শামির দলে ফেরা ছাড়া টি-২০ স্কোয়াডে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে থাকছেন, আর সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। ১৫ জনের দলে রয়েছে চারজন স্পিনার ও তিনজন পেসার। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুড়েল (উইকেটকিপার)