এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মোহনবাগান ক্লাবের ঐতিহ্য, জনপ্রিয়তা সারা দেশে তো বটেই, বিশ্বজুড়েও সমাদৃত। আর সাম্প্রতিক সময়ে মোহনবাগান সুপার জায়ান্টের সাফল্য সেই জনপ্রিয়তাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। মোহনবাগানের ফুটবল দলের স্বত্ত্ব নেওয়ার পর থেকে সঞ্জীব গোয়েঙ্কার লক্ষ্য একটাই, সবুজ-মেরুণ ব্রিগেডকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার।
সেই একই লক্ষ্য নিয়ে ২০২২ সালে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের অধিগ্রহণ করেছিলেন গোয়েঙ্কা। তবে এখনও অবধি খেতাব জিততে অক্ষম লখনউ। আর এর জন্য এবার মোহনবাগানের জনপ্রিয়তার মতই লখনউ সুপার জায়ান্টসের জন্য সমর্থকদের শক্তির আবেদন করলেন সঞ্জীব গোয়েঙ্কা।
এক পডকাস্টে এসে সঞ্জীব বলেছেন, "প্রথম ৩, ৪ কি ৬ বছর পরেও যদি লখনউয়ের ২৬ কোটি মানুষের সমর্থন এক জায়গায় আসে, তাহলে দলে বাড়তি উদ্যম চলে আসবে। আমি ফুটবলে দেখি যখন মোহনবাগান খেলে, আর সল্টলেকে ৮০ হাজার মানুষ মোহনবাগানকে সমর্থন করে, তখন ফুটবলাররা নিজেদের সেরাটা নেয়, নিজেদের ক্ষমতার বেশিটা দেওয়ার চেষ্টা করে। এটা লখনউ সুপার জায়ান্টসেও করতে হবে, গত তিন বছরে সবার সঙ্গে আমরা সেভাবে জুড়তে পারিনি।"