এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার সন্ধ্যেয় বড় ম্যাচের আগে সকালে ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসের ম্যাচে ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-১ গোলে জেতে মোহনবাগান সুপার জায়ান্ট।
প্রথমার্ধে কর্নার থেকে হেডে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে লাল-হলুদের রক্ষণে চাপ দেয় মোহনবাগানের আক্রমণভাগ। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মধ্যে গোল করে সবুজ-মেরুণকে সমতায় ফেরান রাজদীপ পাল। এরপর শেষ দিকে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আবারও গোল করে মোহনবাগানকে জেতান রাজদীপ।