এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এআইএফএফ অনুর্ধ্ব-১৭ এলিট লিগে জয় পেল ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। আর এর জেরে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখল বাংলার দুই প্রধান।
শনিবার ইস্টবেঙ্গল মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। দুই অর্ধে দুটি গোল করেন ফরোয়ার্ড শেখর সর্দার। বিধাননগর অ্যাকাডেমির তরুণ ফুটবলাররা লড়াই করলেও গোল করতে সক্ষম হননি তারা।
অন্যদিকে শনিবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে অ্যাডামাস ইউনাইটেডকে ১-০ গোলে হারাল মোহনবাগান। ২১ মিনিটে দলের একমাত্র গোলটি করেন জয়ন্ত পাল।