এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গায়ক দিলজিৎ দোসাঞ্জ তার কলকাতা কনসার্টে শাহরুখ খান এবং তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিয়ে কথা বলার পর শাহরুখ খান আপ্লুত। দিলজিৎ দোসাঞ্জ তার অসাধারণ পারফর্মেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। এরপর তিনি নিজের এক্স হ্যান্ডেলে কনসার্টের একটি ক্লিপ শেয়ার করেন। শো চলাকালীন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং গুরু নানকের কথাও বলেছেন।
ভিডিওতে দেখা যায়, দিলজিৎ চিৎকার করে "করবো লড়বো জিতবো", বলছেন – যা কেকেআরের স্লোগান। তিনি বলেন, "এটি একটি দুর্দান্ত ট্যাগলাইন – কলকাতা নাইট রাইডার্সের। এটি খুব পছন্দ তাঁর! বিশেষ করে এটি শাহরুখ খানের দল। আমার এটা খুব পছন্দের, কারণ আমি তার ভক্ত। এটি একটি চমৎকার মন্ত্র, যা বলে কঠোর পরিশ্রম করো, লড়াই করো, আর জয় আসুক বা না আসুক লড়তে থাকো– আমাদের দায়িত্ব হলো শতভাগ দেওয়া।”
এরপর শাহরুখ খান দিলজিতের টুইটটি শেয়ার করে লিখেন,
"কলকাতায় আনন্দ ছড়ানোর জন্য ধন্যবাদ, @diljitdosanjh পাজি। @KKRiders এবং তাদের ভক্তরা অবশ্যই ‘করবো লড়বো জিতবো’ রেফারেন্সটি পছন্দ করেছেন। শুভেচ্ছা এবং তোমার সফর দারুণ কাটুক…. ভালোবাসা।"
দিলজিৎ উত্তরে লেখেন,
"ধন্যবাদ স্যার। আমরা আপনাকে ভালোবাসি। করবো লড়বো জিতবো।"
অন্যদিকে, দিলজিৎ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল শেয়ার করেছেন, যেখানে তার কলকাতা ঘোরার কিছু ঝলক দেখা যায়। শহরের ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিতে ঘুরে বেড়ানো থেকে শুরু করে ব্যস্ত ফুল বাজারে যাওয়া, দিলজিৎ কলকাতার মাধুর্য উপভোগ করেছেন। হাওড়া ব্রিজের সৌন্দর্য দেখে, গঙ্গার ঘাটে কিছু মুহূর্ত কাটিয়েছেন।