Photo- Reuters
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপ ফাইনাল, তাও আবার এল ক্লাসিকো! এমন হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবল বিশ্বের উন্মাদনা ছিল তুঙ্গে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছিলেন যে এই ক্লাসিকো জিতবে রিয়াল মাদ্রিদ। কিন্তু জেতা পরের বিষয় লজ্জাজনক স্কোরলাইন হবে তা হয়তো কেউ ভাবেননি। রবিবার সৌদি আরবে সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৫-২ গোলে জয়ী বার্সেলোনা।
যদিও খেলা শুরুর মাত্র ৫ মিনিটে গোল করে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদ তখন বার্সেলোনাকে চেঁপে ধরে। কিন্তু এরপর ৫টি গোল করে যায় হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।
এরপর বার্সেলোনার গোলরক্ষক সেজনি লাল কার্ড দেখে বেরিয়ে যান। ৫-২ ফলাফলে শেষ হয় ম্যাচ। বার্সেলোনার হয়ে গোল করেন লামিন ইয়ামাল, রবার্ট লেওয়ানডোস্কি, আলেহান্দ্রো বাল্ডে এবং রাফিনহা। রাফিনহা একাই দুটি গোল করেন।
অন্যদিকে মাদ্রিদের হয়ে এমবাপ্পে ছাড়া গোল করেন রদ্রিগো। চলতি মরশুমেই ৪-০ গোলে পরাজিত হয়েছিল আন্সেলোত্তির রিয়াল মাদ্রিদ। কিন্তু বদলার ম্যাচে আরও বড় লজ্জার সম্মুখীন তাঁরা।