Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ব্যাট হাতে সাম্প্রতিক খারাপ ফর্ম কাটিয়ে উঠতে এবং আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতে, মঙ্গলবার মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেট দলের অনুশীলনে যোগ দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফির সিডনিতে অনুষ্ঠিত শেষ টেস্টে নিজের খারাপ ফর্মের কারণে রোহিত নিজেকে বাদ দিয়েছিলেন। তিনি অন্তত এক বা দুইটি রঞ্জি ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে পারেন বলে আশা করা হচ্ছে। শেষবার রোহিত রঞ্জি ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে।
২০২৪-২৫ রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হবে ২৩ জানুয়ারি। মঙ্গলবার মুম্বই দল দুই ঘণ্টার একটি সেশনে অনুশীলন করেছে এবং তাদের ষষ্ঠ রাউন্ডের ম্যাচের প্রস্তুতির জন্য সারা সপ্তাহ ধরে অনুশীলন চালিয়ে যাওয়ার কথা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর।
রোহিতের আসন্ন ম্যাচগুলিতে মুম্বইয়ের একাদশে থাকা নিশ্চিত নয়, তবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে তিনি বাকি দুই রাউন্ডের অন্তত একটিতে খেলতে পারেন। মুম্বই দলের হেড কোচ ওমকার সালভি রোহিতের খেলার বিষয় আলোচনা করছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) চলতি সপ্তাহেই দল ঘোষণা করবে।
Captain Rohit Sharma in batting practice session at Wankhade stadium with Mumbai Ranji team players.✌️????
— ????????????????????????????⁴⁵ (@rushiii_12) January 14, 2025
The dedication level of Hitman @ImRo45 ???? pic.twitter.com/kyskrrYrzY
ঘরোয়া ক্রিকেটে রোহিতের প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটছে যখন তাঁর টেস্ট কেরিয়ার নিয়ে আলোচনা চলছে। সিডনি টেস্টে দলের বাইরে থাকার পরেও রোহিত টেস্ট ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। অস্ট্রেলিয়া সফরে পাঁচ ইনিংসে তিনি মাত্র ৩১ রান করতে পেরেছেন। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা দশ ইনিংসে তার গড় ছিল মাত্র ১৩.৩০। এই সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ হারের ফলে ভারত প্রথমবার ঘরের মাঠে তিন ম্যাচ বা তার বেশি সিরিজে হোয়াইটওয়াশের সম্মুখীন হয়।
সিডনি টেস্টের পর ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলনে টেস্ট ক্রিকেটারদের জন্য ঘরোয়া প্রথম-শ্রেণির ক্রিকেটে অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। এটি শুধু ফর্ম ফিরে পাওয়ার জন্য নয়, বরং ঘরোয়া স্তরে ক্রিকেটের বিকাশেও সহায়ক। যদিও গম্ভীর রোহিত ও বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কোনো জল্পনা সৃষ্টি করেননি, তিনি ভারতের টেস্ট দলের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছেন।