এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা সমস্ত গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমে কোনো বিরোধ নেই। তিনি সেই রিপোর্টগুলোকেও ভিত্তিহীন বলেছেন, যেখানে দাবি করা হয়েছিল যে রোহিত শর্মা আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য টেস্ট অধিনায়ক হিসেবে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, বিসিসিআইয়ের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে রোহিত শর্মা অধিনায়কত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও জসপ্রিত বুমরাহকে পরবর্তী চক্রের জন্য সম্ভাব্য অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই রিপোর্টকে "ভিত্তিহীন" বলে মন্তব্য করেছেন রাজীব শুক্লা। সোমবার, ১৩ জানুয়ারি, নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, "এটাও ভুল যে রোহিত অধিনায়কত্বের জন্য জোর করেছেন। তিনি অধিনায়ক আছেন। ফর্ম বা ফর্মের অভাব খেলার অংশ। এটা নতুন কিছু নয়। যখন তিনি দেখলেন তিনি ফর্মে নেই, তিনি নিজেই পঞ্চম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।"
তিনি আরও বলেন, "এটা সম্পূর্ণ ভুল কথা। নির্বাচক কমিটির চেয়ারম্যান (অজিত আগরকার) এবং কোচের মধ্যে কোনো মতবিরোধ নেই, এবং অধিনায়ক ও কোচের মধ্যেও কোনো বিরোধ নেই। এটা মিডিয়ার একটি অংশের ছড়ানো ভিত্তিহীন গুজব।"
বর্তমানে, ভারতীয় ম্যানেজমেন্ট নতুনভাবে শুরু করার পরিকল্পনা করছে, তবে সিনিয়র খেলোয়াড়দের, যেমন বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এখন দেখার বিষয় ম্যানেজমেন্ট কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়।