এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রঞ্জিতে দিল্লির হয়ে খেলতে পারেন ঋষভ পন্থ ও বিরাট কোহলি। ২০২৪-২৫ রঞ্জি ট্রফির জন্য দিল্লি তাদের টিমের সম্ভাব্য ৪১ জনের তালিকা তৈরি করেছে। সেখানে নাম রয়েছে দুই তারকার।
দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা এই বিষয়টি নিশ্চিত করেছেন। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মাকেও। যা দেখেই হয়ত বিশেষ করে রঞ্জি খেলার জন্য ফের উদ্বুদ্ধ হয়েছেন বিরাট কোহলি। বিরাটের সঙ্গে দিল্লির হয়ে রঞ্জিতে দেখা যেতে পারে ঋষভ পন্থকেও। তবে দুজনের তরফে এখনও কিছু জানানো হয়নি।
২ দিন আগেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন যে তিনি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির অনুশীলন করতে চান। এক সাক্ষাৎকারে ডিডিসিএ-র সচিব জানিয়েছেন, ''কোহলি ও পন্থের নাম রঞ্জি ট্রফিতে দিল্লির প্রথম দুটো ম্যাচের জন্য স্কোয়াডে ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী ওদের দুজনকেই পাওয়া যাবে ওই ম্যাচে।''
অশোক শর্মা আরও জানিয়েছেন, ''বিরাট ও পন্থ দুজনেই সম্ভাব্য তালিকায় রয়েছে। রঞ্জি ট্রফির ক্যাম্প খুব দ্রুত শুরু হতে চলেছে। বিরাট মুম্বইয়ের ক্রিকেটারের থেকে অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে দিল্লির হয়ে ফের মাঠে নামার। মুম্বইয়ে কিন্তু দেশের জার্সিতে খেলা প্লেয়াররাও রঞ্জি ট্রফিতে খেলে থাকেন। কিন্তু দিল্লিতে এই বিষয়টি সেভাবে দেখা যায় না।''
বর্ডার-গাভাসকার ট্রফিতে চূড়ান্ত ব্যর্থতার পর বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। শোনা গিয়েছে বিরাট কাউন্টি ক্রিকেট খেলার জন্যও তৈরি হচ্ছেন। তবে আইপিএলের পর ইংল্যান্ড সিরিজের মাঝে সময় খুব একটা বেশি নেই। তাই আপাতত খবর অনুযায়ী রঞ্জি ট্রফি খেলবেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের একবার ভাল মত ঝালিয়ে নিতে চাইছেন রোহিত ও বিরাট।