এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে স্বপ্নের শতরান করেছেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নজর কাড়ার পর জাতীয় দলের হয়ে টি-২০তেও সুযোগ পেয়েছিলেন নীতীশ রেড্ডি, এবার তিনি সব সাফল্যের জন্যই ঈশ্বরণকে ধন্যবাদ জানাতে পৌঁছে গেলেন তিরুমালা পর্বতের ওপরে। সেখানে অবস্থিত তিরুপতি বালাজির মন্দিরে হাঁটু ভেঙে সিঁড়ি দিয়ে উঠলেন তিনি। সেই ভিডিও কার্যত ভাইরাল।
সম্প্রতি বর্ডার গাভাসকর সিরিজের দল হারলেও প্রথম টেস্ট থেকে বারবারই তিনি ভারতীয় ব্যাটিং অর্ডারে নির্ভরতা দিচ্ছিলেন। যে সিরিজে খুব কম ব্যাটারই শতরান পেয়েছে, সেখানে নীতীশ ফলো অন বাঁচানো এক ইনিংস খেলেছিলেন। যদিও সেই টেস্ট দল হেরেছিল। কিন্তু নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান করেন এই ক্রিকেটার।
অন্ধ্রপ্রদেশ থেকে উঠে আসা এই ক্রিকেটারের গতবছরটা বেশ ভালো গেছে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নজর কাড়ার পর জাতীয় দলের হয়ে টি২০তেও সুযোগ পেয়েছিলেন। এবার তিনি সব সাফল্যের জন্যই ঈশ্বরণকে ধন্যবাদ জানাতে পৌঁছে গেলেন তিরুমালা পর্বতের ওপরে। সেখানে অবস্থিত তিরুপতি বালাজির মন্দিরে হাঁটু ভেঙে সিঁড়ি দিয়ে উঠলেন তিনি।
সনাতন ধর্মের সঙ্গে যুক্ত এবং বিশ্বাস করা মানুষজন অনকেই বিভিন্ন ধরণের মানসিক করে থাকেন ঈশ্বরের কাছে। নীতীশেরও এমন কিছু মানসিক ছিল কিনা তা অবশ্য জানা নেই। তবে তিরুপতি বালাজির মন্দিরে তিনি হাঁটু ভেঙে উঠে বুঝিয়ে দিলেন ঈশ্বর সেবায় তিনি কতদূর পর্যন্ত যেতে পারেন। তিরুপতি বালাজির মন্দিরে ওঠার দৃশ্য নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন নীতীশ কুমার রেড্ডি।