এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ড্রেসিংরুমে নাকি তুলকালাম কান্ড করেছিলেন গৌতম গম্ভীর। সেই খবর ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। খবর অনুযায়ী, ক্রিকেটারদের বকাঝকা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ।
ড্রেসিংরুমের কথোপকথন সংবাদমাধ্যমে কী করে ফাঁস হয়ে যায়? এবার বোর্ডের সঙ্গে বৈঠকে গম্ভীর এক ক্রিকেটারের বিরুদ্ধে ড্রেসিংরুমের ভেতরের খবর ফাঁস করার অভিযোগ তুলেছেন। কে সেই ক্রিকেটার? শোনা যাচ্ছে, বোর্ড কর্তাদের কাছে সরফরাজ খানের নাম করেছেন গম্ভীর। সরফরাজই ড্রেসিংরুমের খবর সংবাদমাধ্যমে ফাঁস করে দিয়েছিলেন বলে খবর।
বোর্ডের আধিকারিকদের সঙ্গে যে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন গম্ভীর, সেখানে তিনি সরফরাজের নামে ড্রেসিংরুমের খবর ফাঁস করার নালিশ করেন। সেই পর্যালোচনা বৈঠকে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকরও উপস্থিত ছিলেন বলেই খবর।
শোনা গিয়েছিল, তিনি খেলোয়াড়দের বলেছেন যে, তাঁর নির্দেশ মেনে না খেললে দলের বাইরে বসতে হবে। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে তাঁর বাজে শটের জন্য ঋষভ পন্থকেও প্রবল ধমক দিয়েছিলেন গম্ভীর। ভারতের হারের জন্য তাঁকে দায়ীও করেন হেডকোচ।