এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন রোহিত শর্মা? টুর্নামেন্ট শুরুর আগেই শুরু হয়েছে এমন জল্পনা। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল ৯ মার্চ। যদিও ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে।
আইসিসি টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে ফটোশুট হয়। তারপর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে অধিনায়করা টুর্নামেন্ট নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান। প্রথমে শোনা গিয়েছিল, ওই অনুষ্ঠানে যোগ দিতে রোহিত সম্ভবত পাকিস্তান যাবেন। কিন্তু এখন সূত্রের খবর, রোহিত পাকিস্তান যাচ্ছেন না ফটোশুটে অংশ নিতে।
যেহেতু পাকিস্তান আয়োজক তাই ফটোশুট সেখানেই হবে। শোনা যাচ্ছে, ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি ফটোশুট হওয়ার কথা। তারপর উদ্বোধনী অনুষ্ঠান রযেছে। আইসিসির নিয়ম বলছে, সব দলের অধিনায়কদের এই অনুষ্ঠানে থাকা বাধ্যতামূলক। কিন্তু রোহিত যদি না যান, তাহলে আইসিসির এই নিয়ম লঙ্ঘন হবে। আর এটা প্রায় নিশ্চিত যে রোহিত পাকিস্তান যাচ্ছেন না।
প্রসঙ্গত, নিরাপত্তার জন্য ভারতীয় দল দীর্ঘদিন ধরেই আর পাকিস্তান যায় না। শুধুমাত্র নিরপেক্ষ মাঠে আইসিসি টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হয়। এবারও তার অন্যথা হয়নি। ভারত খেলবে দুবাইয়ে। সেখানেই খেলতে যেতে হবে পাকিস্তানকে।