এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে নামছে। এই সিরিজের প্রথম ম্যাচই ভারতীয় দল খেলবে ইডেন গার্ডেনে। অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার দল ইতিমধ্যে ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে। বিসিসিআই এর নতুন নিয়মাবলি আনার পর ভারতীয় টি টোয়েন্টি দলের বর্তমান পরিস্থিতি কী? সহ অধিনায়ক অক্ষর প্যাটেল ভারতীয় দলের বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ আপডেট দিলেন সাংবাদিক বৈঠকে।
প্রশ্নঃ কী কথা হয়েছে সূর্যর সঙ্গে সহ অধিনায়ক হওয়ার বিষয়?
অক্ষর প্যাটেলঃ সবে একদিন হয়েছে। কথা হয়েছে কিন্তু দলের খুব বেশি ফারাক হয়নি, বেশি চাপ নেই। ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া হবে দল নিয়ে। খেলার মাঝে সূর্যর সঙ্গে কথা বলার ব্যাপারেও কথা হয়, আমাদের কী করণীয় সেই বিষয়েও কথা হয়েছে। নেতৃত্বের (লিডারশিপ) ব্যাপার এলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় সেই বিষয় কথা হয়েছে।
প্রশ্নঃ টি টোয়েন্টি চ্যাম্পিয়ন এর পর ঘরের মাঠে প্রথম সিরিজ, কী বলবেন? দলের নতুন লক্ষ্য কী?
অক্ষর প্যাটেলঃ লক্ষ্য আমাদের নিজেদের শ্রেষ্ঠ প্রদর্শন দেখানো। এক বছর পর বিশ্বকাপ। তাই যা যা করতে হবে সেগুলোই ঠিক করার চেষ্টায় থাকবো। আমাদের শুরুটা ভালো হলে ধারাবাহিকতা ধরে রাখা যাবে। যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। কিন্তু সেখান থেকে ইতিবাচক দিক গুলি নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা কেন সফল হয়েছি সেই নিয়ে কথা হয়েছে।
প্রশ্নঃ বর্তমানে সাপোর্ট স্টাফের সঙ্গে সম্পর্ক কেমন?
অক্ষর প্যাটেলঃ শেষ আড়াই মাস দলের সঙ্গে ছিলাম না তাই আমার কাছে বিষয়টা পুরো পরিস্কার নয়। তবে দলে ফিরেছি সেরকম পার্থক্য দেখিনি। ব্যাটিং বোলিং স্টাফদের সঙ্গে ব্যাটিং ও বোলিং বিষয় কথা হয়েছে।
প্রশ্নঃ যেকোনো পজিশনে ব্যাট করতে হতে পারে আপনাকে। ব্যাটিং লাইনআপ নিয়ে কী বলবেন?
অক্ষর প্যাটেলঃ ২০২৩-২৪ শুরু থেকেই কথা হয়েছিল ওপেনার ছাড়া ৩-৭ পর্যন্ত ব্যাটারদের যেকোনো সিকোয়েন্সে নামতে হতে পারে। কখনও ফ্লোটার হিসাবেও নামতে হতে পারে। এবারেও নির্ধারিত পজিশন নেই। নেটে দেখে বা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। টি টোয়েন্টিতে কাকে কখন ব্যবহার করা হবে তা খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্নঃ শামি দলে ফিরেছেন, দলের জন্য এটা কতটা ইতিবাচক?
অক্ষর প্যাটেলঃ খুবই ইতিবাচক। ২০২৩ এর পর ফিরছেন শামি। মুস্তাক আলি ট্রফি খেলেছেন। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে ফিরছেন আমাদের জন্য ইতিবাচক। আশা করবো বিশ্বকাপে যে ফর্মে তিনি শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করবেন।
প্রশ্নঃ বর্তমান পরিস্থিতিতে নিজেকে কী বলছেন?
অক্ষর প্যাটেলঃ আমি নিজেকে বলি আমি তিনটে ফরম্যাটেই খেলেছি। আমি নিজেকে প্রমাণ করেছি। আমি নিজেকে বলি যে যেখানে সুযোগ পাব নিজেকে প্রমাণ করব। কাউকে বলবোনা যে আমি এখানে-ওখানে ডিজার্ভ করি খেলার। আমি সেসব নিয়ে ভাবিনা বেশি। আমি যদি খেলি তাহলে দলকে কীভাবে সাহায্য করতে পারি সেটা দেখি। অস্ট্রেলিয়ার সিরিজের কথা বললে আমি ভাবি যে আমি কোথায় বেশি সুযোগ পাব।
প্রশ্নঃ দলের ট্রাঞ্জিশন নিয়ে কী বলবেন?
অক্ষর প্যাটেলঃ এই বিষয় অধিনায়ক এবং কোচ সিদ্ধান্ত নেবেন। আমার কোনো প্রমাণ করার কিছু নেই। যে দায়িত্ব দেবে সেটা করার চেষ্টা করব।