এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৩ জানুয়ারি রঞ্জি ট্রফিতে কামব্যাক করতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘ ১০ বছর পর ঘরোয়া ক্রিকেটে নামবেন হিটম্যান, ঘরের মাঠে মুখোমুখি হবেন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচে ঘটবে অদ্ভুত ঘটনা। ভারত অধিনায়ক রোহিত শর্মা মুখোমুখি হবেন রোহিত শর্মার।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। মুম্বাইয়ের হয়ে যেমন খেলবেন হিটম্যান রোহিত, তেমনই জম্মু ও কাশ্মীর দলেও রয়েছেন রোহিত শর্মা। তবে কাশ্মীরের রোহিতের ভূমিকা আলাদা। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার মূলত বোলার। ২২টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৯টি উইকেট রয়েছে তার। যদিও এবারের রঞ্জিতে সেরকম ম্যাচটাইম পাননি। তবে বৃহস্পতিবার প্রথম একাদশে থাকলে এমনই ঘটনার স্বাক্ষী হবে ক্রিকেটপ্রেমীরা।
ইতিমধ্যেই মুম্বাই দলের সাথে অনুশীলন করছেন রোহিত। শুধু রোহিত নন, এই মুম্বাই দলে রয়েছেন অজিঙ্ক রাহানে ও যশস্বী জয়সওয়ালের মত নামী খেলোয়াড়েরা। সদ্য বর্ডার-গাভাস্কার ট্রফিতে চরম ব্যর্থতার পর নিজেদের ফিরিয়ে আনার মঞ্চ হিসেবে রঞ্জিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। আর ঘরোয়া ক্রিকেটে তাকে দেখতে উৎসুক ক্রিকেট অনুরাগীরা।