এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার আইপিএল ২০২৪-র ম্যাচে পাঞ্জাব কিংসকে হারায় লখনউ সুপার জায়ান্ট। তবে এই ম্যাচে নজর কাড়েন ২১ বছর বয়সী অনামী পেসার মায়াঙ্ক যাদব। নিজের অভিষেক আইপিএল ম্যাচে লখনউয়ের হয়ে চার ওভারে মাত্র ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। তবে শুধু উইকেট নেওয়ার জন্য নজর কাড়েননি, বরং যে গতিতে ধারাবাহিকভাবে ২৪টি বল করেছে, তা হুঁশ উড়িয়েছে সকলের।
একটা সময়ে পাঞ্জাব বিনা উইকেটে ১০১ স্কোরে বেশ ভালো জায়গায় ছিল। কিন্তু তারপর মায়াঙ্ক এসে পরপর তুলে নেন জনি বেয়ারস্টো, প্রভসিমরণ সিং ও জিতেশ শর্মাকে। আর তিনটি উইকেটের ক্ষেত্রে ব্যাটাররা মায়াঙ্কের গতির সাথে পেরে ওঠেননি। নিজের প্রথম ওভারেই মায়াঙ্কের এক একটি বলের গতি ছিল ১৪৭, ১৪৬, ১৫০, ১৪১, ১৪৯ ও ১৪৭ কিমি প্রতি ঘন্টা। নিজের দ্বিতীয় ওভারে শিখর ধাওয়ানের বিরুদ্ধে ১৫৫.৮ কিমি প্রতি ঘন্টায় বল করে তাক লাগান মায়াঙ্ক। সেই ডেলিভারিটি খেলতেই পারেননি অভিজ্ঞ শিখর।
আরও পড়ুন - সাহালকে ছাড়াই চেন্নাইন এফসির বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান
এক নজরে দেখে নিন মায়াঙ্কের ২৪টি বলের গতি, কোনওবারেই গতি ১৪০-এর নীচে নামেনি। শুধু গতিতেই বল করা নয়, যে লাইন ও লেংথে ধারাবাহিকভাবে বল করে গিয়েছেন, সেটিও উল্লেখযোগ্য।
কিন্তু কীভাবে উত্থান ঘটেছে এই তরুণ পেসারের। আসলে তিনি লখনউ দলে রয়েছেন ২০২২ সাল থেকে। সেবার মেগা নিলামে মাত্র ২০ লক্ষ টাকায় মায়াঙ্ককে সই করিয়েছিল লখনউ। আর মায়াঙ্ককে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই সময়ে লখনউয়ের মেন্টর থাকা গৌতম গম্ভীর। দিল্লির ছেলে মায়াঙ্কের খেলা নজর কেড়েছিল গম্ভীরের, সেই কারণে তাকে দলে পেতে আগ্রহী ছিলেন গম্ভীর।
আরও পড়ুন - "পরামর্শের জন্য ধন্যবাদ ভাইয়া…": বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পাওয়ার পর রিঙ্কু সিং
তবে প্রথম মরশুমে সুযোগ পাননি মায়াঙ্ক। এদিকে ২০২৩ সালে লখনউয়ের হয়ে প্রথম প্র্যাক্টিস ম্যাচে গুরুতর চোট পেয়ে ছিটকে যান এই তরুণ পেসার। যার ফলে বাধ্য হয়ে মায়াঙ্কের পরিবর্তে অর্পিত গুলেরিয়াকে সই করায় লখনউ। তবে মায়াঙ্ককে ছাড়তে রাজি হননি গম্ভীর। আর গম্ভীরের ভরসার যোগ্য জবাব দেন মায়াঙ্ক।
চোট সারিয়ে ২০২৩ সালের দেওধর ট্রফিতে ফেরেন মায়াঙ্ক। উত্তরাঞ্চল দলের হয়ে ৫ ম্যাচে ১২ উইকেট নেন তিনি। এছাড়া দিল্লি রাজ্য দলের হয়ে কেরিয়ারে মোট ১০টি টি২০ ও ১৭টি লিস্ট এ ম্যাচ খেলে ৪৬টি উইকেট নিয়েছেন তিনি। যদি সেই সময়ে লখনউ মায়াঙ্ককে ছেড়ে দিত, তাহলে হয়ত আইপিএল ২০২৪ নিলামে মায়াঙ্ককে কলকাতায় আনতেন গম্ভীর।
আরও পড়ুন - বিশ্বের প্রথম জুটি হিসেবে সাইনা নেহওয়ালের এই রেকর্ড ভেঙে নজির গড়ল সাত্ত্বিক-চিরাগ জুটি
এদিকে মায়াঙ্কের গতির ঝড় দেখে মুগ্ধ হয়েছেন বিশ্বের তাবড় পেসাররা। প্রাক্তন অজি পেসার ব্রেট লি টুইট করে লিখেছেন, "ভারত তাদের দ্রুততম বোলারকে খুঁজে পেয়েছে। মায়াঙ্ক যাদব, দুর্দান্ত গতি। দারুণ লাগছে।" এদিকে সম্প্রচারকারী চ্যানেলে পোস্ট ম্যাচ শোতে প্রাক্তন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রড তারকা অজি ব্যাটার স্টিভ স্মিথকে সতর্ক করলেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সাথে আসতে পারেন এই স্পিডস্টার।
ভারতবর্ষে এর আগে অনেক স্পিডস্টারের উত্তরণ ঘটেছে, তবে কেউই সেভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি। উমেশ যাদব, বরুণ অ্যারন থেকে শুরু করে হালের উমরান মালিক - চোট-আঘাত ও অফ ফর্মে বারবার ধাক্কা খেয়েছেন তারা। সেই ট্রেন্ড কী কাটাতে পারবেন মায়াঙ্ক যাদব, সেটাই এখন দেখার।