এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে হতে চলা বহু প্রত্যাশিত বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের আগে ভারতের আপৎকালীন অধিনায়ক জসপ্রীত বুমরাহ বিরাট কোহলির প্রস্তুতি নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি তার সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ দূর করে কোহলির প্রস্তুতির প্রতি সম্পূর্ণ আস্থা রাখছেন।
বুমরাহ বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন, বলেছেন যে, তিনি অস্ট্রেলিয়ায় বরাবরই ভাল খেলেছেন।ক্যারিয়ারের মাত্র দ্বিতীয়বার ভারতের নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। তিনি স্মরণ করলেন যখন তিনি প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যান, তখন তিনি কোহলির অধীনে খেলেছিলেন।
বিরাট কোহলি এই সিরিজে যাওয়ার আগে তার ফর্ম নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজে, ভারত ০-৩ ব্যবধানে হারে। তিনটি টেস্টে বিরাট মাত্র ৯৩ রান করতে পেরেছিলেন।
বুমরাহ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বলেন, “বিরাট কোহলির ব্যাট সম্পর্কে আমার কিছু বলার নেই। তিনি এই খেলাটির অন্যতম সেরা খেলোয়াড়। তাকে বিশেষ কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। তিনি অত্যন্ত পেশাদার। তিনি নেতা। আমি তার অধীনে অভিষেক করেছি। তিনি জানেন তিনি কী করছেন। এক-দুই সিরিজে ফর্ম ওঠানামা করতে পারে।”
নিউজিল্যান্ডের বিপক্ষে খারাপ ফলের পর এই সিরিজে নামছেন কোহলি। তবে বুমরাহ জোর দিয়ে বলেছেন যে, কোহলির মানসিক এবং শারীরিক অবস্থা দুটোই দুর্দান্ত। তিনি যোগ করেন, “তার প্রস্তুতি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি সিরিজে ছাপ ফেলতে মুখিয়ে আছেন। যা, দলে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি বেশি কিছু বলে অবস্থার পরিবর্তন করতে চাইনা, তবে তিনি খুব ভালো অবস্থায় আছেন।”
অস্ট্রেলিয়ায় কোহলির অসাধারণ রেকর্ড রয়েছে। ১৩ টেস্টে ৫৪ গড়ে তিনি ৬টি সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার সফরে বাউন্সি পিচে তার ব্যাটিং দক্ষতা আবার প্রমাণিত হয়েছে। রোহিত শর্মা ও শুভমান গিলের অনুপস্থিতিতে তিনি ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আফ্রিকায়!