এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএলের কোয়ালিফায়ার ১ কিংবা ফাইনাল ম্যাচটির কথা মনে আছে? মিচেল স্টার্কের ঝোড়ো বোলিংয়ে উড়ে গিয়েছিল ব্যাটারদের উইকেট। ২০২৫ আইপিএল নিলামে অজি মহাতারকাকে দলে ফেরাতে পারেনি কেকেআর। স্বাভাবিক ভাবেই মন খারাপ নাইটবাহিনীর। কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে আর বল হাতে আগুন ঝড়াবেন না কোনো অজি স্পিদ স্টার তা কি হতে পারে? স্টার্ককে না পেলেও অস্ট্রেলিয়ার বাম হাতি পেসারকে দলে নিয়েছে নাইট ব্রিগেড। নাম স্পেন্সার জনসন। ২ কোটি ৮০ লাখ টাকায় স্পেনসারকে দলে পেয়েছেন মেন্টর ব্র্যাভো। তবে কে এই স্পেনসার? তিনি কি পারবেন স্টার্কের অভাব পূরণ করতে? নাকি শুধু কারুর অভাব পূরণই নয় স্টিভ স্মিথের মতোই আইপিএল থেকে উঠে এসে ক্রিকেট বিশ্ব রাজ করবেন স্পেনসার?
কলকাতা নাইট রাইডার্সে অস্ট্রেলিয়ার বোলার নতুন নয়! শুরুটা হয়েছিল ব্রেট লিকে দিয়ে। ব্রেট লিয়ের সেই চোখ ধাঁধানো বোলিংয়ের পর আরও ৬জন অজি বোলার খেলেছেন নাইট জার্সিতে। প্যাট কামিন্স, জন হেস্টিংস, নাথান কোল্টার-নাইল, মিচেল জনসন, মিচেল স্টার্ক প্রত্যেকেই বেগুনি জার্সিতে নিজেদের প্রমাণ করে গিয়েছেন।
তবে যাদের নাম এখানে রয়েছে এরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হয়েই এসেছিলেন। লি, জনসন, কামিন্স, স্টার্কদের আলাদা করে পরিচিতি তৈরির কোনো প্রয়োজন আর ছিলনা। তবে স্পেন্সার জনসনকে অনেকেই চেনেন না।
অস্ট্রেলিয়ার হয়ে গতবছরেই অভিশেক হয় স্পেনসারের। তারপর ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলছেন তিনি। বাম হাতি অজি পেসার এই কম সময়েই গড়েছেন নতুন রেকর্ড। আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে পেস বোলার হিসাবে অস্ট্রেলিয়ার হয়ে শ্রেষ্ঠ বোলিং ফিগার তাঁর ঝুলিতেই।
শুধু দেশের হয়েই নয়, চলতি বছরে বিগ ব্যাশ লিগের ফাইনালে তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে তিনি তাঁর দল ব্রিসবেন রোরকে চ্যাম্পিয়ন করেন।
এছাড়াও হান্ড্রেড মেনস প্রতিযোগিতায় অভিষেক ম্যাচে ২০ বলের মধ্যে ১৯ টি বল ডট দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন তিনি।
তবে এসবতো ছিল অস্ট্রেলিয়ার পিচ বাঁ বিদেশে সাম্প্রতিক সময়ের তাঁর কৃতিত্ব। আইপিএলে স্পেনসার কি পারবেন নাইট বোলিংয়ের দায়িত্ব নিতে? ২০২৪ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ৫ ম্যাচে মাত্র ৪টি উইকেট নিয়েছিলেন তিনি। তবে এই পরিসংখ্যানে বিচার করা ঠিক হবেনা। আইপিএলে থেকে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও কেরিয়ার তৈরি হয়েছে এমন উদাহরণ প্রচুর। স্টিভ স্মিথের কথাই ভাবুন। পুনে ওয়ারিয়র্সে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে স্মিথ যখন সুযোগ পেয়েছিলেন কেউ তখন ভাবেননি একদিন সে বিশ্ব শাসন করবে! আইপিএলের শুরুতে স্মিথের ভূমিকা ছিল একজন স্পিনার। কিন্তু সেই স্মিথই অসাধারণ ব্যাটার তা পরবর্তীকালে বুঝল ক্রিকেট মহল। টেস্ট-ওডিআই ক্রিকেটে বড় ছাপ ফেলে গিয়েছেন স্মিথ। স্পেনসার জ্যাকসনও কি পারবেন স্মিথের মতো আইপিএলের মঞ্চকে ব্যাবহার করে নিজেকে মেলে ধরতে? যদি পারেন তাহলে কেকেআরে খেলেই অস্ট্রেলিয়া দলে জায়গা পাকা করে নেবেন স্পেনসার।