এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার পারথের মাটিতে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে জসপ্রিত বুমরাহ ও তাঁর দল। ২৯৫ রানে ম্যাচ জিতে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরাহই সামলেছেন দলের দায়িত্ব। তবে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত। ভারতীয় ক্রিকেট মহলে দেশের অধিনায়ক হওয়ার বিষয় ইতিমধ্যে দুটি ভিন্ন মতামত সৃষ্টি হয়েছে। বুমরাহ না রোহিত? দ্বিতীয় টেস্ট ভারতের অধিনায়ক হবেন কে? ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে স্পষ্ট জবাব দিলেন বুমরাহ।
বুমরাহ জানিয়েছেন, " রোহিত আমাদের দলের অধিনায়ক, তিনি দুর্দান্ত কাজ করছেন। আমি তাঁর জায়গাটি পূরণ করছিলাম। তিনি যখন ভারতে ছিলেন আমার সাথে তাঁর আলোচনা হয়েছিল। দলের পরিকল্পনা নিয়ে আমাদের কথা হয়। আমি তাঁকে এটা বলবনা যে আমি পরের ম্যাচেও নেতৃত্ব দেব। কিন্তু হ্যাঁ, আমি তাঁকে সবরকম ভাবে সাহায্য করব।"
তবে প্রথম ম্যাচে নিজের অধিনায়কত্ব কতটা উপভোগ করেছেন বুমরাহ? এই বিষয় তিনি বলেন, "আমি গর্বিত। অধিনাইয়ক হিসাবে এটা আমার দ্বিতীয় ম্যাচ ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে প্রথম ইনিংসে আমরা ভালো খেলেছিলাম কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলেছিল। ভুল থেকেই আপনি শিক্ষা নেবেন। এই ম্যাচে আমরা প্রত্যাবর্তন করতে পেরে আমি খুবই খুশি।"
অন্যদিকে বর্ডার গাভাসকার সিরিজের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন বুমরাহের ছেলে। বুমরাহ বলেছেন, "আমার ছেলেও এখানে আছে আমি এই জয় তাঁর সাথে ভাগ করে নেব। এই ম্যাচটি আমি বহুদিন মনে রাখব। আমার ছেলে খুবই ছোট কিন্তু সে যখন বড় হবে আমি তাঁকে এই ঘটনাগুলি বলব। আমি তাঁকে বলতে পারবো যে ভারত যখন এই গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছিল সে তখন স্টেডিয়ামেই ছিল।"