এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইপিএল ২০২৪-এর মেগা নিলাম শুরু হতে চলেছে সৌদি আরবের জেড্ডায়। ১০টি ফ্র্যাঞ্চাইজি পুনরায় নামতে চলে ছে দল গঠনের লড়াইতে। নিলামের টেবিলে উঠবে টাকার ঝড়।একাধিক দল রিলিজ করেছে একাধিক তারকাকে। সেই তালিকায় নাম রয়েছে ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, জস বাটলারদের।
এতদিন পর্যন্ত আইপিএলের আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। গতবার তাঁকে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। তবে এবার মনে করা হচ্ছে আইপিএল নিলামে সেই রেকর্ড ভেঙে যাবে। শুধু ভেঙে যাওয়াই নয়, স্টার্কের রেকর্ড নেমে আসতে পারে তৃতীয় থেকে পঞ্চম স্থানের মধ্যে। এতটাই জোরদার হবে কয়েক জন প্লেয়ারকে নিয়ে লড়াই।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এবার নিলামে সবথেকে বেশি টাকা পেতে পারেন ঋষভ পন্থ। দিল্লি ছেড়ে দেওয়ার পর তাঁর জন্য ঝাপাতে পারে আরসিবি, চেন্নাই, পঞ্জাব ও কেকেআরের মত দল। এমনকী পন্থের দর ২৮ থেকে ৩০ কোটি টাকা পর্যন্তও উঠতে পারে। আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়তে পারেন পন্থ।
এছাড়া জস বাটলার, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারদের দলে নিতেও টাকার থলি নিয়ে নিলামে ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। ২৫ কোটি টাকা বা তার থেকে কিছু বেশি দরও পেতে পারেন এই তিন মহাতারকা