এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২৫ মেগা নিলামে যাকে ঘিরে আগ্রহ চরম পর্যায়ে থাকবে, তিনি হলেন তারকা ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুল। গত তিন বছর লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেওয়ার পর সেই দল ছেড়ে দেন রাহুল।
আর এর কারণ হিসেবে অনেকে মনে করেন, গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাহুলের উদ্দেশ্যে মাঠে সকলের সামনে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার চরম তিরষ্কার। যার পরে যদিও গোয়েঙ্কা রাহুলের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল, লখনউ ছাড়বেন রাহুল।
সেই ঘটনার ছয় মাস পর অবশেষে নিজের হতাশা ও অভিব্যক্তি প্রকাশ করলেন কেএল রাহুল। সম্প্রচারকারক সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেছেন, সেই ঘটনার পর তিনি সহ সকল খেলোয়াড় চমকে গিয়েছিলেন এবং বিষয়টি একেবারেই ভালো ছিল না।
এই নিয়ে রাহুল বলেছেন, "একটি দল হিসেবে, আমরা প্রত্যেকে চমকে গিয়েছিলাম। কারণ আমরা প্রতিযোগিতার যে জায়গায় ছিলাম, সেখানে প্রতিটা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যতদুর মনে পড়ে, আমাদের পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি, নইলে শেষ চারটি ম্যাচের মধ্যে দুইটি জিততে হত। যখন ঘটনাটি ঘটল, আমরা সকলে চমকে গিয়েছিলাম।"
"মাঠে যা হয়েছিল সেটির অংশ থাকতে পারাটা খুব ভালো ছিল এমনটা নয়, এমনকি কেউই এটির অংশ হতে চাইবেন না বা ক্রিকেট মাঠে এই ধরণের ঘটনা দেখতে কেউ চাইবেনও না। আমার মনে হয় এটি গোটা দলকে প্রভাবিত করেছিল। আমাদের কাছে সুযোগ ছিল প্লেঅফসে যাওয়ার। আমরা একত্র হয়ে আলোচনা করেছিলাম এবং সব কিছুকে দূরে সরিয়ে রেখে নিজেদের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের সেরাটা সব সময় যথেষ্ট হয় না। খুব খারাপ লেগেছিল যে আমরা প্লেঅফসে উঠতে পারিনি বা জিততে পারিনি, কারণ আমরা আশা করেছিলাম যে আমরা পারব।"
সেই ম্যাচে লখনউ প্রথমে ব্যাট করে ১৬৫ রান তুলেছিল, যেখানে রাহুল ৩৩ বলে ২৯ রানের স্লথগতির ইনিংস খেলেন। এর জবাবে ট্রাভিস হেড (৩০ বলে ৮৯) ও অভিষেক শর্মা (২৮ বলে ৭৫) এর ঝোড়ো ব্যাটিংয়ে কোনও উইকেট না হারিয়ে ৯.৪ ওভারে ম্যাচ জিতেছিল হায়দরাবাদ।