এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতের কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগ তার ছেলে আর্যবীর সেওয়াগকে কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে ক্লাসিক ২৯৭ রান করার জন্য অভিনন্দন জানিয়েছেন। কোচবিহার ট্রফি হল জাতীয় স্তরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের চার দিনের টুর্নামেন্ট।
৫১টি চার এবং তিনটি ছক্কায় সাজানো এই ইনিংসে আর্যবীর বৃহস্পতিবার, ২১ নভেম্বর, শিলংয়ের এমসিএ স্টেডিয়ামে মেঘালয়ের বিপক্ষে দিল্লির হয়ে ৯০-রও বেশি স্ট্রাইক রেটে রান করেন। তার খেলায় তার বাবা বীরেন্দ্র সেওয়াগের স্মৃতি আবার ফিরিয়ে এনেছে। তার ব্যাটিং ছিল বাবার মতোই, বিস্ফোরক!
বীরেন্দ্র সেওয়াগ তার ছেলেকে অভিনন্দন জানিয়ে ফেরারি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়েছেন। তিনি এক্সে (টুইটারে) লিখেছেন, "ভালো খেলেছো @aaryavirsehwag। ২৩ রানে ফেরারি মিস করলে! তবে দুর্দান্ত কাজ করেছো, আগুন জ্বালিয়ে রাখো এবং আরও অনেক সেঞ্চুরি, ডাবল এবং ট্রিপল করো। খেলে যাও।"
সেওয়াগ টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন, ২০০৪ সালে মুলতানে। পাকিস্তানের বিপক্ষে ৩০৯ রান করেছিলেন। চার বছর পর তিনি নিজেই সেই রেকর্ড ভেঙে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৯ রান করেন। এখানে আর্যবীর তার বাবার রেকর্ড পুনরাবৃত্তি করার সুযোগ মিস করেছেন। মাত্র ৪ রানের জন্য ৩০০ পূর্ণ করতে পারেননি, আর ২৩ রানের জন্যে ভাঙতে পারলেন না বাবার রেকর্ড। এই রেকর্ড ভাঙলে ফেরারি গাড়ি ছেলেকে উপহার দেবেন বাবা সেহবাগ, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরএস রাঠোরের বলে ১০৭তম ওভারে আউট হন আর্যবীর, তারপর দিল্লি তাদের ইনিংস ৬২৩/৫-এ ঘোষণা করে।