এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৮ দিন পর এবারের আইএসএলে ফর্মে থাকা দল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। লিগের শেষ স্থানে থাকা লাল-হলুদ ব্রিগেড চাইবে এই ম্যাচ জিততে, তাই যুবভারতীর অনুশীলন মাঠে চনমনে অনুশীলন সারছেন সল-তালাল-দিমিরা।
বৃহস্পতিবারের অনুশীলনে মূলত আক্রমণভাগ নিয়ে কাজ করলেন অস্কার ব্রুজো। দুই প্রান্তে পিভি বিষ্ণু ও মাদিহ তালালকে রেখে আক্রমণে দিমিত্রিয়স দিয়ামান্টাকোসকে দিয়ে আক্রমণভাগ তৈরি করছেন অস্কার। এই ত্রয়ীকে দিয়ে বিভিন্ন উপায়ে আক্রমণ তৈরির অনুশীলন করিয়েছেন অস্কার। অন্যদিকে ক্লেইটন সিলভা ও ডেভিড লালানসাংগাকেও দেখা গেল আক্রমণে অংশ নিতে। অনুশীলনে একাধিকবার দুরপাল্লার শটে গোল করতে দেখা গেল লালচুংনুংগাকে।
যদিও এদিনের অনুশীলনে সাইডলাইনে ছিলেন হেক্টর ইয়ুস্তে। ফিজিও সেনেন আলভারেজের সাথে সাইডলাইনে খানিকটা জগিং ও রানিং সারেন ইয়ুস্তে। এদিকে সাইডলাইন থেকে বেরিয়ে দলের সাথে চনমনে অনুশীলন করলেন আমন সিকে। নাওরেম মহেশ সিং ও নন্ধকুমার না থাকলেও তাদের বিকল্প তৈরি রাখছেন অস্কার।
তবে এদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন সাইডব্যাক নিশু কুমার। সূত্রের খবর, হাসপাতালে তার শারীরিক পরীক্ষা ও স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্ট এলে তারপর বোঝা যাবে, তিনি কবে মাঠে ফিরবেন।