Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম হতে চলেছে। ইতিমধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাঁদের রিটেনসন লিস্ট জমা দিয়েছে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের রিটেনসন তালিকায় রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের নাম দেখা গেলেও অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম দেখা যায়নি। অর্থাৎ মেগা নিলামে দেখা যাবে শ্রেয়সের নাম। আর সেই মেগা নিলামের আগেই মেগা পারফর্মেন্স শ্রেয়সের। রঞ্জিতে আগুনে পারফর্মেন্সে করে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি এত মূল্যবান!
বর্তমানে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না শ্রেয়স। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন শ্রেয়স। বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে দ্বিশতরান করেন শ্রেয়স। ২২৮ বলে ২৩৩ রান করেন শ্রেয়স আইয়ার। এর আগে মহারাষ্ট্রের বিরুদ্ধেও ১৪২ রান করেন।
২৯ বছর বয়সী ভারতীয় তারকা ব্যাটার শুধুমাত্র আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকেই নয় ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের জানান দিলেন যে তিনি প্রস্তুত। অন্যদিকে শ্রেয়সকে ধরে না রাখার সিদ্ধান্তও কি সঠিক ছিল নাইত ম্যানেজমেন্টের? সেই নিয়েও ক্রিকেট মহলে উঠছে প্রশ্ন।