এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে ক্রিকেটারের নিলাম এবছরেই হয়েছে। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা ভেঙেছেন যাবতীয় রেকর্ড। ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন শ্রেয়স। তাঁর রেকর্ড ভেঙে ২৭ কোটিতে বিক্রি হয়েছেন পন্থ। এর আগে সবচেয়ে বেশি দামের আইপিএলের ক্রিকেটার ছিলেন প্যাট কামিন্স। দাম ২০.৫০ কোটি টাকা। তবে এই সকল ক্রিকেটারের মাঝে আরও একজন ক্রিকেটার রয়েছেন যাকে নিয়ে আলোচনা তুঙ্গে। তিনি ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু কেন এত দাম দিয়ে নিল কেকেআর? জবাব দিলেন কেকেআর মেন্টর ব্র্যাভো।
গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু তাঁর জন্য ২৬.৭৫ কোটি টাকা বিড দিত রাজি ছিলনা কেকেআর। পন্থের জন্যেও চেষ্টা করেননি নাইট ম্যানেজমেন্ট। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩.৭৫ কোটি দেওয়ার কারণ কী?
নিলাম শেষে মেন্টর ডিজে ব্র্যাভো বলেছেন, "আমরা ৬ জন ক্রিকেটারকে রিটেইন করেছিলাম। ভেঙ্কি (ভেঙ্কটেশ আইয়ার) আমাদের প্রধান টার্গেট ছিলেন। কারণ চ্যাম্পিয়ন দল ধরে রাখা প্রয়োজনীয় এবং আমরা ৯০ শতাংশ ক্রিকেটার ধরে রাখতে সক্ষম হয়েছি। যা আমাদের জন্য খুবই ইতিবাচক একটি বিষয়।"
অন্যদিকে নাইট ব্রিগেডে যোগ দিয়েছেন বেশ কিছু নতুন মুখ। যার মধ্যে অন্যতম হলেন উমরান মালিক। ভারতীয় স্পিডস্টার সম্পর্কে ব্র্যাভো বলেছেন, "উমরান আমাদের স্পিডস্টার। আমি সব সময় উমরানের প্রশংসা করি। তাঁর গতি, তাঁর নীতি, তাঁর কর্মশক্তি আমি পছন্দ করি। আমি খুশি তাঁকে দলে নিতে পেরে।"