এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শেষ ভালো যার সব ভালো তাঁর! ২০২৪ বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং বিপর্যয় দেখে যখন অনেকেই ধরে নিয়েছিলেন যে লজ্জার হার অপেক্ষা করছে জসপ্রীত বুমরাহের দলের জন্য। সেখান থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তন। রোহিত-শামিহীন ভারত পারথের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী ২৯৫ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে রানের নিরিখে এটিই ভারতের সবচেয়ে বড় জয়।
দলগত খেলাতেই ভরসা রেখেছিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। আর তার ফলও পেলেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ফলাফলে সিরিজ পরাজয়ের পর ৫ ম্যাচের বর্ডার গাভাস্কার সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারতের জন্য।
প্রথম টেস্টে ব্যক্তিগত কারণে খেলতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। অন্তর্বর্তী অধিনায়ক জসপ্রীত বুমরাহ পারথের অপ্টাস স্টেডিয়ামে প্রথম দুটি সেশন বাদে প্রতিটি সেশনেই ছিলেন এগিয়ে।
১৫০ রানে প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর জসপ্রীত বুমরাহের নেতৃত্বে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারতীয় বোলাররা। মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। বুমরাহ একাই নেন ৫টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের ওপেনিং জুটি ম্যাচটি নিজেদের পক্ষে অনেকটাই নিয়ে চলে আসেন। যশস্বী জয়সওয়াল করেন ১৬১ রান এবং রাহুল করেন ৭৭। এরপর দেখা যায় কোহলির বিরাট ব্যাটিং। শতরান করেন তিনিও। ৪৮৭ রানে ডিক্লেয়ার করে ভারত।
এর জবাবে ২৩৮ রানে দ্বিতীয় ইনিংস শেষ অস্ট্রেলিয়ার। ট্র্যাভিস হেড ৮৯ রান করলেও ভারতীয় বোলারদের দাপটে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। বুমরাহ এবং সিরাজ নেন ৩টি উইকেট, সুন্দরের ঝুলিতে দুটি উইকে। হর্ষিত রানা এবং নীতিশ রেড্ডি একটি করে উইকেট নেন।