Photo- IPL
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএলে ধুঁকতে থাকা একটি দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর-শ্রেয়স আইয়ার এবং গোটা নাইট দল। তবে গৌতম গম্ভীরও এখন নেই, নেই শ্রেয়সও। নতুন মরশুমে দেখা যাবেনা বহু অভিজ্ঞ নাইট খেলোয়াড়কে। আবার নতুন তারকাও দেখতে চলেছেন সমর্থকেরা। কতটা শক্তিশালী হল কলকাতা নাইট রাইডার্স দল? আইপিএল ট্রফিকি নিজেদের ঘরে আরও একবছর রেখে দিতে পারবে? চলুন দেখে নেওয়া যাক ২০২৫ আইপিএল নিলামের পর নাইট রাইডার্স দল।
ইতিমধ্যে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারীন, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাকে ধরে রেখে নাইট ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছিল যে নিজেদের চ্যাম্পিয়ন দলকেই ধরে রাখতে চান তাঁরা।
তবে মেগা নিলামে যে সকলকে ধরে রাখা যাবেনা সেটা সবারই জানা। সেই কারণেই ফিল সল্ট, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্কদের মতো নাইট ভক্তদের প্রিয় ক্রিকেটারদের আগামী বছর দেখা যাবেনা বেগুনি জার্সিতে।
অন্যদিকে দলে ফিরলেন অজিঙ্ক রাহান। দ্বিতীয় দিনের নিলামের শেষ মুহূর্তে ঝড় তুলে মঈন আলি, উমরান মালিকদেরও তুলে নিল কেকেআর।
এছাড়াও কম খরচে গুরবাজ এবং কুইন্টন ডি কককে দলে নেয় নাইটরা। স্টার্ক হাতছাড়া হলেও তার বদলে আনরিক নরকিয়াকে নেয় কেকেআর।স্পেন্সার জনসনকেও নেওয়া হয় বোলিং বিভাগের শক্তি বাড়াতে। তবে কেকেআরের সবচেয়ে বড় চমক অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার। ২৩.৭৫ কোটি টাকার বিনিময় তাঁকে আবারও নিজেদের দলে ফিরিয়ে আনে নাইট রাইডার্স। একনজরে দেখে নিন নিলাম থেকে কাদেরকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।
- ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি)
- কুইন্টন ডি কক (৩.৬০ কোটি)
- রহমানউল্লাহ গুরবাজ (২ কোটি)
- আনরিক নর্কিয়া (৬.৫০ কোটি)
- অংক্রিস রঘুবংশী (৩ কোটি)
- বৈভব অরোরা (১.৮০ কোটি)
- ময়ঙ্ক মারকান্ডে (৩০ লাখ)
- রোভমান পাওয়েল (১.৫ কোটি)
- মণীশ পান্ডে (৭৫ লাখ)
- স্পেন্সার জনসন (২.৮ কোটি)
- লাভ্নিথ সিসোদিয়া (৩০ লাখ)
- অজিঙ্ক রাহানে (১.৫ কোটি)
- উমরান মালিক (৭৫ লাখ)
- অনুকূল রয় (৪০ লাখ)
- মঈন আলি (২ কোটি)