Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্স এবং প্রতিভার অন্বেষণ ক্রমশই একে অপরের সমার্থক হয়ে উঠছে। রিঙ্কু সিংকেই দেখুন। দীর্ঘদিন যুক্ত নাইট ব্রিগেডের সাথে। শুরুর দিন গুলওয় তিনি থাকতেন বেঞ্চে। মাঠে নামার সুযোগ পেলেও নামতেন পরিবর্ত ফিল্ডার হিসাবে। সেই সময় রিঙ্কু ছিলেন নেটিজেনদের ট্রোলের টপিক। তবে রিঙ্কুর প্রতি আস্থা রেখেছিল নাইট ম্যানেজমেন্ট। বর্তমানে রিঙ্কু টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফিনিশর। কিংবা শুভমান গিল অথবা সূর্যকুমার যাদবকে দেখুন। ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মের তারকাদের শুরুটা কেকেআরেই। প্রতি বছরই নাইট ম্যানেজমেন্ট যখন দল তৈরি করে তখন হাজার সমালোচনা হলেও প্রতিবারই উঠে আসে নতুন নতুন প্রতিভা। গতবছর যেমন আইপিএলে দেখা গিয়েছিল সুয়াশ শর্মার জাদু। এমনই এক প্রতিভাকে এবার মাত্র ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছেন মেন্টর ব্র্যাভো এবং কেকেআর ম্যানেজমেন্ট। তিনি লুভনিথ সিসোদিয়া।
কর্ণাটকের ২৪ বছর বয়সী এই ক্রিকেটার মূলত উইকেট কিপার-ব্যাটার। বাম হাতে ঝোড়ো ব্যাটিং করতে ওস্তাদ তিনি। সেই কারনেই কুইন্টন ডিকক, রহমানউল্লাহ গুরবাজের পাশাপাশি তাকেও দলে নিয়েছে কেকেআর।
যদিও, টি টোয়েন্টি ফরম্যাটে তাঁর পরিসংখ্যান আহামরি নয়। ১৩.৭৭ গড়ে ১২৭.৮৩ স্ট্রাইকরেটে তাঁর সর্বোচ্চ রানসংখ্যা ৩৮। তবে স্থানীয় টি টোয়েন্টি লিগে নজর কেড়েছেন তিনি। মহারাজা টি টোয়েন্টি ট্রফিতে ৩০.৬৪ গড়ে ১৩৯.৮৩ স্ট্রাইকরেটে ১১ ইনিংসে তাঁর রানসংখ্যা ৩৩৭।
ওপেনার লুভনিথের শুধু ব্যাটিংই শক্তিশালী নয়, উইকেট কিপার হিসাবেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছেন সাম্প্রতিক সময়। অন্যদিকে ব্যাটিংয়ের কথা বললে পেস বোলিংয়ের বিরুদ্ধে তাঁর শট নির্বাচন যথেষ্ট আকর্ষনীয়। বিশেষত অন সাইডে তাকে বাউন্ডারি মারতে বেশি দেখা যায়।
যদিও আইপিএলে দল পাওয়া এই প্রথম নয়। ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সই করেছিলেন তিনি। কিন্তু অনুশীলনের সময় বুকের পাঁজরে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। লুভনিথের পরিবর্তে আরসিবি রজত পতিদারকে দলে নিয়েছিল।
তবে চোট পেয়ে দমে যাওয়ার পাত্র নন লুভনিথ। চোট সারিয়ে ২২ গজের পিচে ফিরেছেন লুভনিথ সিসোদিয়া। আর শুধু ফেরাই নয়। তাঁর ব্যাটিং ও কিপিং দেখে নাইট বাহিনীতে তাঁকে সামিল করেছেন ব্র্যাভো।
ডি কক এবং গুরবাজের মতো তারকা বিদেশি উইকেট কিপার থাকায় লুভনিথের দলে সুযোগ পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। বিশেষত কেকেআর দলে বরাবরই দেখা গিয়েছে নতুনদের সুযোগ দিতে। নতুন প্রতিভা তুলে আনার কাজ কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি বহু বছর ধরে করে আসছে।
এবং তারকা-মহাতারকাদের মাঝে একটি সুযোগের অপেক্ষায় থাকবেন লুভনিথ। যেমন অপেক্ষা করেছিলেন রিঙ্কু কিংবা গিল কিংবা সূর্যকুমার যাদবরা। সুযোগ পেলে নিজের প্রতিভার প্রতি সুবিচার করে লুভনিথই হয়ে উঠতে পারেন ভবিষ্যতের নাইট তারকা। সুনীল নারীনের সাথে জুটি বেঁধে পাওয়ার প্লেতে তুলতে পারেন ঝড়। এবং আইপিএল মেগা নিলামে যখন তারকাদের পিছনে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ছুটেছিল তখন নতুন প্রতিভার জন্মের খোঁজে কেকেআর পেল লুভনিথ সিসোদিয়াকে।