এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পরিবারের ৫ ভাইয়ের মধ্যে তৃতীয় সন্তান তিনি। দুই ঘরের ছোট বাড়িতে এতো সদস্যের পেট চালাতে বাবা এলপিজি গ্যাসের ডেলিভারি করতেন। সংসার টানতে অনেক কম বয়স থেকেই বাইকের দুই পাশে সিলিন্ডার বেঁধে তিনিও পৌঁছে দিতেন ঘরে ঘরে। আজ সেই সাইকেল-বাইক ছেড়ে চড়েন দামী গাড়ি। এখন আর বাইকের দুই পাশে ভাড়ি ভাড়ি দুটি গ্যাস সিলিন্ডার বইতে হয়না তাঁকে। বরং এখন তিনি নিজের কাঁধে বয়ে নিয়ে যান কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় দলকে। তিনি রিঙ্কু সিং!
উওরপ্রদেশের আলিগরে দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন রিঙ্কু। নবম শ্রেণিতে ফেল করার পর রিঙ্কু বুঝে গিয়েছিলেন পড়াশোনা তাঁর জন্য নয়, বরং ক্রিকেটে নিজেকে নিংড়ে দিলে বাড়ির সকলকে তিনি সুখে রাখতে পারবেন।
অর্থের অভাবে যখন চাকরি খুঁজছিলেন রিঙ্কু তখন তাঁর দাদা তাঁর জন্য কোনো এক কোচিংয়ের ঝাড়ুদারের কাজের খোঁজ দেন। কিন্তু ক্রিকেট ছাড়তে রাজি ছিলেন না রিঙ্কু।
২০১৮ সালে ৮০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স রিঙ্কুকে কিনে নেয়। যদিও কেকেআর তাঁর প্রথম দল নয়। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) তাঁকে দলে সুযোগ দিয়েছিল কিন্তু চোটের কারণে তিনি ছিটকে যান। কিন্তু ২০১৮ সালে যখন নাইট ব্রিগেড তাঁকে ৮০ লক্ষ টাকায় কেনে জীবন বদলে যায় রিঙ্কু সিংয়ের। পরিবারের সব দেনা মিটিয়ে, ভাইবোনদের বিয়ের খরচ তুলে বাবা-মায়ের জন্য বাড়ি কেনেন রিঙ্কু।
কিন্তু এখানেই থেমে যাননি ৫ ফুট ৫ ইঞ্চির বাম হাতি এই ক্রিকেটার। কেকেআর দলে যেমন পরিবর্ত ফিল্ডার থেকে হয়ে উঠেছেন দলের প্রধান ফিনিশার। তেমনই দেশের জার্সি চাপিয়ে বর্তমানে বিশ্বের তাবড় তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন রিঙ্কু। শুধু ক্রিকেট মাঠেই নয় ব্যক্তিগত জীবনেও এসেছে বিরাট পরিবর্তন। ২০২৫ আইপিএল নিলামের আগে কেকেআর ম্যানেজমেন্ট রিঙ্কুকে ১৩ কোটি টাকার বিনিময় রিটেন করে। এরপরেই আলিগড়ে চোখ ধাঁধানো বাড়ি কেনেন রিঙ্কু। শুধু বাড়ি নয় গাড়িতেও খরচ করেছেন তিনি।
বর্তমানে ৪টি দামী গাড়ির মালিক রিঙ্কু। যার মধ্যে অন্যতম একটি হল ফোর্ড এন্ডিএভোর। যার দাম প্রায় ৩৬ লক্ষ টাকা। রিঙ্কু সিং টোয়োটা ইন্নোভা গাড়িরও মালিক, মার্কেটে যার দাম প্রায় ২৪ থেকে ৩২ লক্ষ টাকা। এছাড়াও রিঙ্কু মহীন্দ্র স্করপিও-এন গাড়িও চালান, যার দাম প্রায় ১৬ থেকে ২৯ লক্ষ টাকা। এছাড়াও রিঙ্কু মারুতি ব্রেজ্জা গাড়িরও মালিক যার দাম প্রায় ৯ থেকে ১৪ লক্ষ টাকা।