এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দুটি অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু ২২ ডিসেম্বর উদয়পুরে বিয়ে করতে চলেছেন। অলিম্পিকের জোড়া মেডেলের অধিকারী সিন্ধু মালা দিচ্ছেন কার গলায়? খেলাধুলা অথবা বিনোদন জগতের কেউ নাকি? অথবা দেশের নামজাদা বিজনেস ম্যান অথবা অন্য কেউ?
হায়দ্রাবাদের একটি নামকরা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে চার হাত মেলাতে চলেছেন সিন্ধু। ২০ ডিসেম্বর থেকে উৎসব শুরু এবং ২৪ ডিসেম্বর হায়দরাবাদে এক জমকালো সেলিব্রেশন আয়োজন করা হবে।
এই খবর সিন্ধুর লখনউতে সাইয়েদ মোদি আন্তর্জাতিক খেতাব জয়ের কিছুক্ষণের মধ্যেই আসে। বিয়ের পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে, সিন্ধুর বাবা পিভি রামনা জানান, দুই পরিবার একে অপরকে বেশ কিছুদিন ধরে চিনত, তবে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত এক মাস আগে নেওয়া হয়েছে।
ভেঙ্কটা দত্ত সাই পসিডেক্স টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর, একটি কোম্পানি যা তাঁর বাবা জি টি বেঙ্কটেশ্বর রাওয়ের নেতৃত্বে পরিচালিত হয়, যিনি পূর্বে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এ কর্মরত ছিলেন। সাই ফাউন্ডেশন অফ লিবারাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে লিবারাল আর্টস এবং সায়েন্সেস-এ ডিপ্লোমা অর্জন করেছেন এবং ফ্লেম ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে বিএসসি পাস করেছেন। পরবর্তীতে তিনি আইআইআইটি-বেঙ্গালুরু থেকে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি জেএসডব্লিউ এবং সাওয়ার অ্যাপল অ্যাসেট ম্যানেজমেন্টে কাজ করেছেন, এরপর ২০১৯ সালে পসিডেক্সে যোগ দেন।
বিয়ে পর্ব শেষ হওয়ার পরপরই সিন্ধু ব্যাডমিন্ট কোর্টে আবার ফিরবেন বলে আশা করা হচ্ছে, কারণ সামনে গুরুত্বপূর্ণ সিজন রয়েছে।